‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

দুআ কবুলের সময় ও স্থান সমূহ

এই অধ্যায়ের অনুচ্ছেদ লিস্ট:
  1. দুআ কবুলের সময়
  2. লাইলাতুল কদর সম্পর্কে
  3. লাইলাতুল কদরের দুআ
  4. ফরজ সালাতসমূহের পর দুআ
  5. শেষ রাতের দুআ
  6. আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময়ের দুআ
  7. দুআ কবুলের সময় (আযান, ইকামতের বৃষ্টি ও যুদ্ধের সময়ে)
  8. প্রতি রাতে কিছুক্ষণ সময়ের দুআ
  9. সৎ নিয়তে জমজমের পানি পান করার সময়ের দুআ
  10. সিজদায় দুআ করা
  11. রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দুআ পড়া
  12. ইউনুস (আঃ) এর দুআ
  13. মুসিবতের সময় নির্দিষ্ট দুআ পড়া
  14. কারও মৃত্যুর পর
  15. সালাতের শুরুতে বিশেষ দুআ পড়ার সময়
  16. ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার সময়
  17. ফেরেশতাদের আমীন-এর সঙ্গে মুসল্লির আমীন মিলে গেলে
  18. রুকূ থেকে ওঠার পরের দুআ
  19. রুকূ থেকে উঠে পড়ার দুআ
  20. সালাম ফেরানোর আগে
  21. ওযূর পর নির্দিষ্ট দুআ পাঠ
  22. আরাফার দিন আরাফার ময়দানের দুআ
  23. মোরগ ডাকার সময়
  24. অন্তর যখন একনিষ্ঠভাবে আল্লাহ্‌মুখী থাকে
  25. যুলহিজ্জাহ মাসের দশ দিন

দুআ কবুলের সময়

আব্দুল্লাহ্ ইবনু আমর (রাঃ) বলেন, একজন লোক বলল, হে আল্লাহ্‌র রাসূল! মুআযযিনদের মর্যাদা আমাদের চেয়ে বেশী হয়ে যাবে। তখন রাসূল (ﷺ) বললেন, ‘মুআযযিন্ যা বলে তুমিও তা বল। যখন আযান শেষ হয়ে যাবে তখন আল্লাহ্‌র কাছে চাও, যা চাইবে তা দেয়া হবে।

রেফারেন্স: হাসান। আবূ দাঊদঃ ৫২৪



আনাস (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) বলেছেন, যখন সালাতের জন্য আযান দেওয়া হয় তখন আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং দুআ কবুল করা হয়।

রেফারেন্স: সহীহ। সিলসিলা সহীহাহঃ ১৪১৩



 

Share this page