‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

দুআর গুরুত্ব


সকল মানুষ নিজেদের দ্বীন-দুনিয়ার বিভিন্ন বিষয়ে নিজেদের কল্যাণ-সাধন ও অনিষ্ট প্রতিরোধের ক্ষেত্রে আল্লাহ্‌ তা'আলার মুখাপেক্ষী। আল্লাহ্‌ তা'আলা বলেন - “হে মানুষ, তোমরা আল্লাহ্‌র প্রতি মুখাপেক্ষী আর আল্লাহ্‌ অমুখাপেক্ষী ও প্রশংসিত।” - রেফারেন্স: সূরা আল-ফাতিরঃ ৩৫:১৫

নবী (ﷺ) প্রত্যেক সালাতের শেষে সালাম ফিরিয়ে বলতেন - বান্দা তার দ্বীন-দুনিয়ার সকল প্রয়োজন তার রবের কাছে চাইবে, কারণ সব কিছুর ভাণ্ডার আল্লাহ্‌ তা'আলার হাতে। আল্লাহ্‌ তা‘আলা বলেন -

“আর প্রতিটি বস্তুরই ভান্ডারসমূহ রয়েছে আমার কাছে এবং আমি তা অবতীর্ণ করি কেবল নির্দিষ্ট পরিমাণে।” (সূরা আল-হিজরঃ ১৫:২১)

আল্লাহ্‌ যা দেন, তা কেউ আটকে রাখতে পারে না; আবার তিনি যা রুখে দেন, তা কেউ দিতে পারে না।

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اَللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ​

লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া‘হদাহু লা- শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল ‘হামদু, ওয়া হুআ ‘আলা- কুল্লি শাইয়্যিন ক্বাদীর, আল্লা-হুম্মা লা- মা-নি’আ লিমা-আ‘অ্‌ত্বাইতা, ওয়ালা- মু‘অ্‌ত্বিয়া লিমা- মানা‘অ্‌তা, ওয়ালা- ইয়ান্‌ফা‘উ যাল জাদ্দি মিনকাল জাদ্দু

আল্লাহ্‌ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। রাজত্ব তারই এবং প্রশংসা তারই। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। হে আল্লাহ্‌! তুমি যা দাও, তা কেউ রুখতে পারে না; তুমি যা রুখে দাও, তা কেউ দিতে পারে না; তোমার বিপরীতে ধনীর প্রাচুর্য তার কোনও কাজে লাগে না।


রেফারেন্স: বুখারীঃ ৮৪৪



 

Share this page