কাহিনি তোমাদের জন্য আমি তার মতোই!

  • Thread Author
.................সবচেয়ে বড় শত্রুর মৃত্যুসংবাদে ইমাম ইবনু তাইমিয়া (রাহিমাহুল্লাহ)-র আচরণ:

ইমাম ইবনুল কাইয়িম আল-জাওযিয়া রাহিমাহুল্লাহ বলেন,

'আমি কোনোদিন শাইখকে (ইবনু তাইমিয়া) তার শত্রুদের বিরদ্ধে বদদুআ করতে দেখিনি। তিনি তাদের জন্য সবসময় কল্যাণের দুআ করতেন। এক লোক শাইখকে খুব বেশি কষ্ট দিত। ভয়ংকর শত্রুতা করত তার সাথে। সে মারা গেলে, আমিই সর্বপ্রথম তার মৃত্যুসংবাদ নিয়ে শাইখের কাছে যাই। সংগত কারণেই আমার মধ্যে কিছুটা উচ্ছ্বাস কাজ করছিল। শাইখ ব্যাপারটা ধরতে পেরে আমাকে তিরস্কার করেন। আমাকে তার সামনে থেকে চলে যেতে বলেন। এরপর তিনি নিজে মৃতের বাড়িতে যান, তার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, তোমাদের জন্য আমি তার মতোই। যেকোনো প্রয়োজনে আমাকে জানাবে, আমি তোমাদের সাহায্য করব।'

[মাদারিজুস সালিকিন]
 
Back
Top