সালাত তিন রাকাত বিতের সালাতের নিয়ম

Joined
Mar 24, 2024
Threads
80
Comments
91
Reactions
887
অন্যান্য নামাযের মতোই প্রথম ও দ্বিতীয় রাকআত পড়বেন। তবে দ্বিতীয় রাকাআতের পর তাশাহহুদের জন্য না বসে সরাসরি দাঁড়িয়ে যাবেন। তৃতীয় রাকআতে কিরাআত পাঠ শেষে দু'আ কুনূত পড়ে রুকুতে চলে যাবেন অথবা কিরাআত পাঠের পর রুকু দিয়ে আবার উঠে সোজা হয়ে দাঁড়িয়ে দুআ কুনুত পড়ে একেবারে সিজদায় চলে যাবেন। শুধুমাত্র তৃতীয় রাকআতের পর বসবেন এবং আত্তাহিয়্যাতু, দরূদ ও দুআ মাছুরা পড়ে সালাম ফিরিয়ে নেবেন। এখানেও দু'আ কুনুতের শুরুতে ‘আল্লাহু আকবার' বলে দু হাত ওঠানোর কোন নিয়ম নেই।
আয়েশা সিদ্দিকা (রা.) বলেছেন, রাসূলুল্লাহ (স.) তিন রাকাআত বিতরের সালাত আদায় করতেন। এর মাঝে তাশাহহুদের জন্য বসতেন না। একাধারে তিন রাকআত পড়ে শেষ রাকআতে বসতেন ও তাশাহহুদ পড়তেন। এভাবে উমর (রা)-ও বিতর পড়তেন। (হাকেম: ১১৪০)
 
Similar content Most view View more
Back
Top