তাহিয়াতুল মসজিদের গুরুত্ব

Joined
Nov 1, 2024
Threads
5
Comments
8
Reactions
48
জামাত চলাকালীন সময় ছাড়া যখনই মসজিদে প্রবেশ করবে তখনই দু'রাকআত এ সালাত আগে আদায় করে পরে মসজিদে বসবে। কোন সালাত আদায় করা ছাড়া মসজিদে এমনিতেই বসে পড়া বৈধ নয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বেই দু'রাকআত সালাত আদায় করে।” (বুখারী: ৪৪, ইফা: ৪৩১, আধুনিক: ৪২৫)।

কাউকে কাউকে দেখা যায় যে মসজিদে গিয়ে কোন সালাত আদায় ছাড়া এমনিতেই বসে পড়ে। এটা গর্হিত কাজ, সুন্নাত বিরোধী কাজ। এমনকি জুমু'আর খুৎবা শুনা যেখানে ওয়াজিব সেই খুৎবা চলাকালীন সময়েও কেউ মসজিদে ঢুকলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে আগে ‘তাহিয়্যাতুল মসজিদ’ দু'রাকআত সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। (দেখুন বুখারী: ৯৩০, ৯৩১), এরপর মসজিদ বসবে।
 
@MD.Fahad

• ইমাম ইবন হাজার (রাহিমাহুল্লাহ) বলেন,

‘যেসকল বিদ্বানের ফতোয়া গ্রহণযোগ্য তাঁরা সকলে একমত তাহিয়াতুল মসজিদের ব্যাপারে যে আদেশ বর্ণিত হয়েছ তা মুস্তাহাবের জন্য।’ [ফাতহুল বারী: ১/৫৩৭]

• ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন,

‘তাহিয়াতুল মসজিদের বিধান মুস্তাহাব।’ [মাজমূ: ৪/৫৪৪]
 
Back
Top