অন্যান্য তাকওয়া বা আল্লাহভীতির সংজ্ঞা

Joined
Jan 3, 2023
Threads
756
Comments
903
Reactions
7,997
উমর বিন খাত্তাব (রাদিআল্লাহু আনহু) উবাই বিন কাব (রাদিআল্লাহু আনহু) -কে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন। উবাই (রাদিআল্লাহু আনহু) বললেন :

“আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ দিয়ে হাঁটেন?” তিনি উত্তর করলেন, 'হ্যাঁ।' উবাই রা. বললেন, “তখন আপনি কী করেন?” উমর (রাদিআল্লাহু আনহু) বললেন, “আমি কাপড় গুটিয়ে নিই এবং সাবধানতা অবলম্বন করি।” উবাই (রাদিআল্লাহু আনহু) বললেন, “এটাই তাকওয়া।” — তাফসিরুল কুরতুবি : ১/২০৩

ইমাম ইবনে রজব আল হাম্বলী (রাহিমাহুল্লাহ) বলেন :

“তাকওয়ার মূল কথা হলো, মুমিন বান্দা নিজেকে ভীত করে এমন বস্তুর মাঝে এবং তার মাঝে রক্ষাকারী একটি দেয়াল দাঁড় করাবে।” — জামিউল উলুমি ওয়াল হিকাম : ১৫৮

ইমাম ইবনে কাসির (রাহিমাহুল্লাহ) বলেন :

“ইবাদতে অনুগত হওয়া এবং নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার নাম তাকওয়া।” — তাফসিরু ইবনি কাসির : ১/২৮৪

ইমাম আবুস সাউদ (রাহিমাহুল্লাহ) বলেন :

“আখিরাতের ক্ষতি টেনে আনে এমন প্রত্যেক বস্তু থেকে আত্মরক্ষা করার নাম তাকওয়া।” — তাফসিরু আবুস সাউদ : ১/২৭

শাইখ আব্দুর রহমান মুবারকপুরি (রাহিমাহুল্লাহ) বলেন :

“ক্ষতিকর কর্মে লিপ্ত হওয়ার ভয়ে অক্ষতিকর কর্ম পরিহারকারীই হলেন মুত্তাকি বা তাকওয়াবান।” — তুহফাতুল আহওয়াজি : ৬/২০১

ইমাম ইবনে তাইমিয়া আল হাম্বলী (রাহিমাহুল্লাহ) বলেন :

“আল্লাহর নির্দেশিত কাজ করা এবং তাঁর নিষিদ্ধ কর্ম বর্জন করার নাম তাকওয়া বা আল্লাহভীতি।” — মাজমুউল ফাতাওয়া: ৩/১২০
 
Back
Top