- Joined
- Jan 3, 2023
- Threads
- 773
- Comments
- 923
- Reactions
- 8,147
- Thread Author
- #1
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া (রাহিমাহুল্লাহ) বলেন :
“ইখলাস তথা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করা যেমন ফরজ, তেমনই আল্লাহর ওপর তাওয়াক্কুল করাও একটি ফরজ। আল্লাহ তাআলা অনেক আয়াতেই তাওয়াক্কুলের ব্যাপারে এত অধিক গুরুত্বের সাথে আদেশ করেছেন, যা অজু ও জানাবাতের গোসলের ক্ষেত্রেও করেননি। তদ্রূপ আল্লাহ ব্যতীত অন্য কারও ওপর তাওয়াক্কুল করার ক্ষেত্রে একই পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করেছেন।”
— মাজমুঊল ফাতাওয়া, ইবনু তাইমিয়া : ৭/১৬
“ইখলাস তথা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করা যেমন ফরজ, তেমনই আল্লাহর ওপর তাওয়াক্কুল করাও একটি ফরজ। আল্লাহ তাআলা অনেক আয়াতেই তাওয়াক্কুলের ব্যাপারে এত অধিক গুরুত্বের সাথে আদেশ করেছেন, যা অজু ও জানাবাতের গোসলের ক্ষেত্রেও করেননি। তদ্রূপ আল্লাহ ব্যতীত অন্য কারও ওপর তাওয়াক্কুল করার ক্ষেত্রে একই পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করেছেন।”
— মাজমুঊল ফাতাওয়া, ইবনু তাইমিয়া : ৭/১৬