‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

তাওবার ব্যপারে কুরআন ও হাদীসের বাণী

এই অধ্যায়ের অনুচ্ছেদ লিস্ট:

কুরআনে তাওবার কথা

আল্লাহ্‌ তা‘আলা বলেন -

اِسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا​


অনুবাদঃ “তোমরা নিজেদের রবের কাছে ক্ষমা চাও৷ নিঃসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল।”

রেফারেন্স: সূরা নূহ ৭১:১০



কুরআনে তাওবার কথা #২


আল্লাহ্‌ তা‘আলা বলেন -

وَتُوبُوٓا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ​


অনুবাদঃ “তোমরা সবাই মিলে আল্লাহ্‌র কাছে তাওবা করো, আশা করা যায় তোমরা সফলকাম হবে।”

রেফারেন্স: সূরা আন-নূর ২৪:৩১



কুরআনে তাওবার কথা #৩


আল্লাহ্‌ তা‘আলা বলেন -

يٰٓأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا تُوبُوٓا إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا​


অনুবাদঃ “হে ঈমানদারগণ, আল্লাহ্‌র কাছে তাওবা করো, প্রকৃত তাওবা।”

রেফারেন্স: সূরা আত-তাহরীম ৬৬:৮



কুরআনে তাওবার কথা #৪


আল্লাহ্‌ তা‘আলা বলেন -

وَالَّذِينَ إِذَا فَعَلُوا فٰحِشَةً أَوْ ظَلَمُوٓا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلٰى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ​


অনুবাদঃ “তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোন মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহ্‌কে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ্‌ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে-শুনে তাই করতে থাকে না।”

রেফারেন্স: সূরা আল ইমরান ৩:১৩৫



 

Share this page