‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

তথাকথিত ‘ভ্যালেন্টাইন’স ডে’ এবং শয়তানের পদক্ষেপ সমূহ

Status
Not open for further replies.

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,137
Comments
4,353
Solutions
1
Reactions
34,842
Credits
24,212

এবার দেখুন, শয়তান ও তার অনুসারীরা মানুষকে জিনা-ব্যভিচারে লিপ্ত করার জন্য কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছে:

– প্রথমে Rose Day-গোলাপ দিবস,

– তারপর Propose Day-প্রস্তাব দিবস,

– তারপর Chocolate Day-চকলেট দিবস,

– তারপর Teddy Bear Day-টেডি ভাল্লুকের খেলনা দিবস,

– তারপর Promise Day-প্রতিশ্রুতি দিবস,

– তারপর Kiss Day-চুম্বন দিবস,

– তারপর Hug Day-আলিঙ্গন দিবস

সর্বশেষ শেষ ভ্যালেন্টাইন’স ডে (Saint Valentine’s Day) [যা অতি চতুরতার সাথে ‘বিশ্ব ভালবাসা দিবস’ হিসেবে বাংলায় নাম করণ করা হয়েছে] আর এ দিন কী ঘটে তা জ্ঞানীদের নিকট ব্যাখ্যার প্রয়োজন নাই।

১৪ ফেব্রুয়ারিতে তথাকথিত ‘বিশ্ব ভালবাসা দিবস’ পালনের পূর্বে সপ্তাহ ব্যাপী প্রস্তুতি মূলক ধাপেধাপে এসব দিবস পালনের ব্যবস্থা করে তার নাম দেওয়া হয়েছে ‘ভ্যালেন্টাইন্স উইক (ভ্যালেন্টাইন সপ্তাহ)-যেন এ দিন শয়তানের অনুসারীদের জন্য অপকর্মে লিপ্ত হওয়া সহজ হয়। (নাউযুবিল্লাহ)

এভাবেই শয়তান মানুষকে নোংরামি ও অশ্লীলতার পঙ্কিলতায় নিক্ষেপ করার জন্য ফাঁদ পেতেছে আর মানুষ তার পদাঙ্ক অনুসরণ করে সেই ফাঁদে আঁটকে জাহান্নামিদের দলভুক্ত হচ্ছে।

আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের পথ ও কূটকৌশল থেকে রক্ষা করুন এবং নির্বোধদেরকে সুবুদ্ধি দান করুন। আমিন।

-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

শাইখ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল এর নতুন নতুন প্রবন্ধ, ফাতাওয়া, প্রশ্নোত্তর আপডেট পেতে চোখ রাখুন সালাফি ফোরামে।
জাযাকুমুল্লাহু খাইরান।
 
Status
Not open for further replies.

Share this page