অন্যান্য তওবা করে ফিরে আসা কোনো মহিলার সাথে সমাজ যে আচরণ করে-তার ব্যাপারে একটি প্রশ্ন-

কোনো মানুষ যদি তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, ধরো সে যেনা করে ফেলেছিল, সে একজন মহিলা-এবার সাধারণতঃ আমরা সমাজে দেখি, যে, কোনো পুরুষ যেনা করে ফেলে, যদি আল্লাহর পথে ফিরে আসে, তাকে সমাজ স্বাভাবিকভাবেই গ্রহণ করে নেয়। কিন্তু কোনো মহিলা এমন করে ফেললে, সে পরে তবা করলেও তাকে সমাজ কিছুতেও আর স্বাভাবিকভাবে মানতে চায় না, পারলে তার অতীত পাপ-এর কথা বারবার তুলে, এমনকি অনেক জনসমাগমের মধ্যেও বারবার এইসব কথা তুলে তাকে কষ্ট দিতে থাকে, তার সম্মান ধুলোয় মিশাতে থাকে। তারপর এমনকি এইরকম কোনো মহিলা ভালো হয়ে গিয়ে মানুষকে দ্বীনের ব্যাপারে কিছু কথা বলতে চাইলেও (আল্লাহর কাছে সওয়াব পাওয়ার নিয়তে), মানুষ সেখানেও তাকে অবজ্ঞা করে। তার কথা তো শোনেই না, উলটে বলে, 'তুই আগে কি করেছিলি?!' তা সমাজের যারা মহিলার ক্ষেত্রে একরকম ব্যবহার, আর পুরুষের ক্ষেত্রে আর একরকম ব্যবহার-এরকম করে, তারা কি আল্লাহর কাছে মাফ পেয়ে যাবে, যদি বুড়ো বয়সে তারা তওবা করে মারা যায়?! কিন্তু তার আগে ওই মহিলাটার যে, এত সম্মানহানী করল, সে ভালো হয়ে থাকতে চাইলেও, সেইসব আর হিসাব হবেনা, এইরকম সমাজের কিছু লোকদের?
 
Last edited:
Similar content Most view View more
Back
Top