ডাক্তারের উচিত রোগীকে সবসময় কল্পনা করানো যে সে সুস্থ। তার কর্তব্য হলো রোগীকে সুস্থতার ব্যাপারে আশাবাদী করে তোলা, যদিও সে নিশ্চিত না থাকে। কারণ শরীরের অবস্থা মন দ্বারা প্রভাবিত হয়।
আবু বকর আর-রাযী।
[ইবনু আবী উসাইবিয়ার ‘উয়ূনুল আম্বা ফী ত্বাবাক্বাতিল আত্বিব্বা’: পৃ. ৪২০]
আবু বকর আর-রাযী।
[ইবনু আবী উসাইবিয়ার ‘উয়ূনুল আম্বা ফী ত্বাবাক্বাতিল আত্বিব্বা’: পৃ. ৪২০]