ঠান্ডা পনিতে শয়তান খুব কষ্ট পায়

Joined
Jul 26, 2024
Threads
27
Comments
28
Reactions
290
ঠান্ডা পানিতে শয়তান প্রচন্ড কষ্ট পায়। যদি আপনি রোগী হয়ে থাকেন তবে আপনিও আপনার শরীরে থাকা শয়তান কে চাইলে এভাবে কষ্ট দিতে পারেন, যাতে সে সহ্য করতে না পেরে একসময় আল্লাহর ইচ্ছায় শরীর ছেড়ে বের হয়ে যায়। ঠান্ডা পানির সাথে কুরআন পড়ে ফু দেওয়া পানি ও লবন মিশিয়ে নিলে এটা আরো ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ।

وَاذْكُرْ عَبْدَنَا أَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الشَّيْطَانُ بِنُصْبٍ وَعَذَابٍ (41) ارْكُضْ بِرِجْلِكَ ۖ هَٰذَا مُغْتَسَلٌ بَارِدٌ وَشَرَابٌ (42)​

আর আমার বান্দা আইয়ুবের কথা স্মরন করো। যখন সে তার রব কে ডেকে বললো, হে রব! শয়তান আমাকে স্পর্শ করে কষ্ট যন্ত্রনায় ফেলে দিয়েছে। (অতঃপর আমি) আইয়ুবের প্রতি ওয়াহী করলাম। সুস্থ হওয়ার উদ্যেশ্যে) তুমি তোমার পায়ের গোড়ালী দ্বারা (যমিনে) আঘাত করো। সেখান থেকে তোমার "গোসল ও পান করার জন্যে ঠান্ডা পানি" নির্গত হবে।

(সুরা স-দ, আয়াত ৪২)
 
Back
Top