টেলিভিশন কিংবা এ ধরণের আধুনিক মিডিয়া হারাম কাজে ব্যবহার করা জায়েয নয়। যেমন, সেসব সিনেমা ও সিরিয়াল দেখা হারাম, যেগুলোর মাধ্যমে অশ্লীলতা বিস্তার লাভ করে ও মুসলিমদের পারিবারিক জীবনে অনিষ্ট ছড়িয়ে পড়ে। এছাড়া এগুলো দেখার মাধ্যমে আল্লাহর অবাধ্যতার পথে সুগম হয়। তাই এগুলো নিজে ব্যবহার করা কিংবা এমন কারো কাছে বিক্রি করা, যে হারাম কাজে এটিকে ব্যবহার করবে, তাহলে তা হারাম হবে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ১৩তম খণ্ড, পৃ. ১০৯)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: