জ্ঞানই দ্বীনের মূল স্তম্ভ

Joined
Jan 3, 2023
Threads
862
Comments
1,026
Reactions
9,180
ইমাম ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ) বলেন, 'নিশ্চয় জ্ঞানই দ্বীনের মূল স্তম্ভ এবং সর্বোচ্চ আলো। কখনো কখনো জ্ঞানার্জনের নিমিত্তে বইয়ের পাতাগুলো উল্টানো নফল ছিয়াম, ছালাত, হজ্জ এবং জিহাদ অপেক্ষা উত্তম হয়ে থাকে। এমন কিছু মানুষ আছে, যে ইলম থেকে বিমুখ থাকার কারণে নিজের ইবাদতে প্রবৃত্তির অনুসরণে ডুবে থাকে। সে নফল ইবাদত করতে গিয়ে অনেক অকাট্য ফরয ইবাদতকে নষ্ট করে দেয়। স্পষ্ট ওয়াজিবকে ত্যাগ করে তার ধারণাপ্রসূত উত্তম কাজ করে। (অথচ শরী'আতে সেটা উত্তম কাজ নয়)। হায়! যদি তার নিকটে সঠিক জ্ঞানের একটি আলোকবর্তিকা থাকত, তাহলে অবশ্যই সে সঠিক পথ পেত'।

– ইবনুল জাওযী, ছায়দুল খাত্বের, পৃঃ ১১৩
 
Back
Top