Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
আলী বিন আবী ত্বালিব (রা:) বলেছেন, 'আত্মমুগ্ধতা সঠিকতার বিপরীত এবং জ্ঞানিগণের আপদ।' [আদাবুদ দীন ওয়াদ-দুয়্যা, ২৩৭ পৃঃ]
আবুদ দার্দা (রা:) বলেছেন, 'জাহেলের আলামত হল তিনটি : আত্মমুগ্ধতা, অযথা কথা বলা এবং সেই জিনিস থেকে অপরকে নিষেধ করা, যা সে নিজে করে।' [জামেউ বায়ানিল ইল্ম, ১/১৪৩ পৃঃ]
মাসরূক (রহ:) বলেছেন, 'মানুষের আলেম হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে, সে আল্লাহকে ভয় করে। আর মানুষের জাহেল হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে, সে নিজ ইল্ম নিয়ে আত্মমুগ্ধ হয়।' [জামেউ বায়ানিল ইল্ম, ১/১৪৩ পৃঃ]
আবুদ দার্দা (রা:) বলেছেন, 'জাহেলের আলামত হল তিনটি : আত্মমুগ্ধতা, অযথা কথা বলা এবং সেই জিনিস থেকে অপরকে নিষেধ করা, যা সে নিজে করে।' [জামেউ বায়ানিল ইল্ম, ১/১৪৩ পৃঃ]
মাসরূক (রহ:) বলেছেন, 'মানুষের আলেম হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে, সে আল্লাহকে ভয় করে। আর মানুষের জাহেল হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে, সে নিজ ইল্ম নিয়ে আত্মমুগ্ধ হয়।' [জামেউ বায়ানিল ইল্ম, ১/১৪৩ পৃঃ]