‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

সিয়াম জায়েয মনে করে রমাযান মাসে ফজরের আযান চলাকালীন সময়ে ইচ্ছাকৃত পানি পান করার বিধান কী?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
782
Comments
920
Reactions
8,678
Credits
4,102
উত্তর: সকাল (ফজরের সময়) স্পষ্ট হয়ে যাওয়ার পর নিষেধ জানা সত্ত্বেও পানি পান করলে তাকে ঐ দিনের রোযা পুনরায় রাখতে হবে। চাই তা (পানি পান) আযানের আগে বা সাথে সাথে বা পরে হোক না কেন। যদি ফজরের সময় না জানে এবং রাত এখনো বাকি আছে ধারণা করে পান করে তবে তাকে পুনরায় রোযা রাখতে হবে না। কেননা, সে মূলের উপর রোযার ভিত্তি দিয়েছে এবং তা হলো বৈধ। যদিও পরে সে জানতে পারে যে, সে ফজরের পরে পানাহার করেছে। (তাতেও পুনরায় রোযা রাখার দরকার নেই)। রোযাদার যখন ফজরের আযান শুনে এবং জানতে পারে যে, ফজরের সময় হওয়ার পরই মুয়ায্যিন আযান দেয় তখন সাথে সাথে রোযা ভঙ্গকারী জিনিস ত্যাগ করা উচিত।

যদি মুয়ায্যিন সতর্কতা বশতঃ কয়েক মিনিট আগেই আযান দেন তবে আযান চলাকালীন সময়ে সামান্য কিছু পান করাতে কোনো সমস্যা নেই।


সূত্র: 'প্রশ্নোত্তরে সিয়াম' বই ; লেখক: শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল জিবরীন (রহ.); [সাবেক, স্থায়ী ফতোয়া কমিটির সদস্য, সৌদি আরব]
 

Share this page