- Joined
- Jan 3, 2023
- Threads
- 662
- Comments
- 806
- Reactions
- 7,071
- Thread Author
- #1
জাবারিয়াহ সম্প্রদায় কাদারিয়্যাহ সম্প্রদায়ের বিপরীত বিশ্বাস পোষণ করে। এরা বিশ্বাস করে যে, মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি বা কর্মশক্তি বলে কিছুই নেই। মানুষ যা করে তা করতে সে বাধ্য। মানুষ চাবি দেওয়া কলের পুতুলের মতই। কাদারিয়্যাহগণ বিশ্বাস করে যে, ভাগ্য বলে কিছুই নেই কর্মই সব।আর জাবারিয়াহগণ বিশ্বাস করে যে, কর্ম বলে কিছুই নেই ভাগ্যই সব। সুতরাং, মানুষের সকল কর্মই আল্লাহ করাচ্ছেন। আমাদের সমাজে বাউল ও ফকিরী দর্শনে বিশ্বাসীরা সবাই এই আকীদা ও ফিরকার মতাদর্শ অনুসরণ করে।
সূত্রঃ 'সহীহ ইসলামী আকিদা' বই থেকে, পৃঃ ১৯৬; লেখক- ড. মুহাম্মাদ সাইফুল্লাহ (প্রকাশনীঃ মাকতাবাত আল মুফলিহুন)