উত্তর : কিছু অংশ ছুটে গেলে পূরণ করতে হবে না। ইবনু ওমর (রাযি.) বলেন, ‘জানাযার কোন তাকবীর ছুটে গেলে তা পূরণ করতে হবে না। ঐ মুছল্লীকে ইমামের সাথেই সালাম ফিরাতে হবে’ (মুছান্নাফ ইবনু আবী শাশবা,হা/১১৬০০; ফিকহুস সুন্নাহ,১/৫২৮ পৃঃ 'জানাজা অধ্যায়)। আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত তিনি বলেন, 'হে আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 'আমি জানাযার ছালাত আদায় করি, অথচ আমার নিকটে কিছু তাকবীর অস্পষ্ট থেকে যায়। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যা শুনো তা পড় আর যা ছুটে যায় তার কোন ক্বাযা নেই’ (বুখারী,হা/২১৮; মিশকাত,হা/৩৩৮)
ফতওয়া সূত্রঃ প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম, জানাজা অধ্যায় (আছ ছিরাত প্রকাশনী)