সৌদি স্থায়ী ফতোয়া কমিটির আলেমগণ বলেন:
আকিকা সুন্নতে মুয়াক্কাদা। ছেলে সন্তানের পক্ষ থেকে থেকে দুটি ভেড়া (বা ছাগল); এমন দু’টি যেগুলো কুরবানী করার উপযুক্ত; আর মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি ভেড়া (বা ছাগল); যা সপ্তম দিনে জবাই করা হবে। সপ্তম দিনের চেয়ে বেশি দেরী হয়ে গেলে যে কোনো সময়ে জবাই করা জায়েয হবে। দেরী করার কারণে গুনাহ হবে না। তবে সম্ভব হলে আগেভাগে করা উত্তম।
– ফাতাওয়া আল-লাজনাহ আদ-দাইমাহ, (১১/৪৩৯)
আকিকা সুন্নতে মুয়াক্কাদা। ছেলে সন্তানের পক্ষ থেকে থেকে দুটি ভেড়া (বা ছাগল); এমন দু’টি যেগুলো কুরবানী করার উপযুক্ত; আর মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি ভেড়া (বা ছাগল); যা সপ্তম দিনে জবাই করা হবে। সপ্তম দিনের চেয়ে বেশি দেরী হয়ে গেলে যে কোনো সময়ে জবাই করা জায়েয হবে। দেরী করার কারণে গুনাহ হবে না। তবে সম্ভব হলে আগেভাগে করা উত্তম।
– ফাতাওয়া আল-লাজনাহ আদ-দাইমাহ, (১১/৪৩৯)