Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,025
- Comments
- 1,211
- Solutions
- 1
- Reactions
- 11,233
- Thread Author
- #1
উত্তর : শারয়ী বিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি ওযূ করে মোজা পরিধান করে, তাহলে সে মোজার উপর মাসাহ করতে পারে। মোজার উপর মাসাহ করার সময়সীমা শরীয়তে নির্ধারিত। ব্যক্তি যদি মুক্বীম হয়, তাহলে একদিন একরাত অর্থাৎ ২৪ ঘণ্টা। আর ব্যক্তি যদি মুসাফির হয় তাহলে তিনদিন তিনরাত তথা ৭২ ঘণ্টা মোজার উপর মাসাহ করতে পারে। আলি (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, جَعَلَ رَسُولُ اللَّهِ ﷺ ثَلاَثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ لِلْمُسَافِرِ وَيَوْمًا وَلَيْلَةً لِلْمُقِيمِ ‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুসাফিরের জন্য তিনদিন তিনরাত এবং মুক্বীমের জন্য একদিন একরাত নির্ধারণ করে দিয়েছেন’ (নাসাঈ, হা/১২৮; মিশকাত, হা/৫১৭ ‘হাদীছ ছহীহ’)। তবে মোজার উপর মাসাহ করার সময় আরম্ভ হবে ওযূ করে মোজা পরিধান করার পর প্রথম যখন ওযূ ভঙ্গ হবে তখন থেকে। মোজা পরিধান করার সময় থেকে নয় (শরহুন নববী, ১৩৫ পৃ.)।
সূত্রঃ মাসিক আল ইতিছাম, নভেম্বর ২০২১