সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Mahmud ibn Shahidullah

হারাম ও কবিরা গুনাহ জনৈক আলেম বলেন, সফরকালীন এমন পরিমাণ স্বর্ণের আংটি ব্যবহার করা যাবে, যা কাফনের কাপড় কেনার জন্য যথেষ্ট হয়। উক্ত বক্তব্যের সত্যতা জানতে

Mahmud ibn Shahidullah

Knowledge Sharer

ilm Seeker
Q&A Master
Salafi User
Threads
520
Comments
533
Reactions
5,431
Credits
2,602
উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। বরং সর্বাবস্থায় পুরুষদের জন্য স্বর্ণের গহনা ব্যবহার করা হারাম। চাই তা সফরে হৌক বা বাড়ীতে হৌক।

রাসূল (ﷺ) একদা ডান হাতে রেশম এবং বাম হাতে সোনা ধরলেন, অতঃপর বললেন, ‘আমার উম্মতের পুরুষদের জন্য এ দু’টি বস্ত্ত হারাম’ (আবুদাঊদ হা/৪০৫৭; মিশকাত হা/৪৩৯৪; সহীহুল জামে‘ হা/২২৭৪)

আলী (রাঃ) বলেন, ‘রাসূল (ﷺ) আমাকে স্বর্ণের আংটি পরিধান করতে নিষেধ করেছেন’ (মুসলিম হা/২০৭৮; মিশকাত হা/৪৪০৬)

ইবনু ওমর (রাঃ) বলেন, রাসূল (ﷺ) স্বর্ণের একটি আংটি ব্যবহার করতেন। এরপর তা বাদ দেন এবং বলেন, আমি আর কখনো সেটা ব্যবহার করব না। তখন লোকেরাও তাদের আংটি খুলে ফেলে দেয়’ (বুখারী হা/৫৮৬৭; মুসলিম হা/২০৫১; সহীহাহ হা/২৯৭৫)



সূত্র: আত-তাহরীক।​
 
Last edited:

Reduan khan

Active member

Threads
0
Comments
38
Reactions
4
Credits
19
উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। বরং সর্বাবস্থায় পুরুষদের জন্য স্বর্ণের গহনা ব্যবহার করা হারাম। চাই তা সফরে হৌক বা বাড়ীতে হৌক।

রাসূল (ﷺ) একদা ডান হাতে রেশম এবং বাম হাতে সোনা ধরলেন, অতঃপর বললেন, ‘আমার উম্মতের পুরুষদের জন্য এ দু’টি বস্ত্ত হারাম’ (আবুদাঊদ হা/৪০৫৭; মিশকাত হা/৪৩৯৪; সহীহুল জামে‘ হা/২২৭৪)

আলী (রাঃ) বলেন, ‘রাসূল (ﷺ) আমাকে স্বর্ণের আংটি পরিধান করতে নিষেধ করেছেন’ (মুসলিম হা/২০৭৮; মিশকাত হা/৪৪০৬)

ইবনু ওমর (রাঃ) বলেন, রাসূল (ﷺ) স্বর্ণের একটি আংটি ব্যবহার করতেন। এরপর তা বাদ দেন এবং বলেন, আমি আর কখনো সেটা ব্যবহার করব না। তখন লোকেরাও তাদের আংটি খুলে ফেলে দেয়’ (বুখারী হা/৫৮৬৭; মুসলিম হা/২০৫১; সহীহাহ হা/২৯৭৫)



সূত্র: আত-তাহরীক।​
Mahmud ibn Shahidullahআলহামদুলিল্লাহ
 

Hasan Ali

Salafi

Salafi User
Threads
4
Comments
36
Reactions
44
Credits
67
উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। বরং সর্বাবস্থায় পুরুষদের জন্য স্বর্ণের গহনা ব্যবহার করা হারাম। চাই তা সফরে হৌক বা বাড়ীতে হৌক।

রাসূল (ﷺ) একদা ডান হাতে রেশম এবং বাম হাতে সোনা ধরলেন, অতঃপর বললেন, ‘আমার উম্মতের পুরুষদের জন্য এ দু’টি বস্ত্ত হারাম’ (আবুদাঊদ হা/৪০৫৭; মিশকাত হা/৪৩৯৪; সহীহুল জামে‘ হা/২২৭৪)

আলী (রাঃ) বলেন, ‘রাসূল (ﷺ) আমাকে স্বর্ণের আংটি পরিধান করতে নিষেধ করেছেন’ (মুসলিম হা/২০৭৮; মিশকাত হা/৪৪০৬)

ইবনু ওমর (রাঃ) বলেন, রাসূল (ﷺ) স্বর্ণের একটি আংটি ব্যবহার করতেন। এরপর তা বাদ দেন এবং বলেন, আমি আর কখনো সেটা ব্যবহার করব না। তখন লোকেরাও তাদের আংটি খুলে ফেলে দেয়’ (বুখারী হা/৫৮৬৭; মুসলিম হা/২০৫১; সহীহাহ হা/২৯৭৫)



সূত্র: আত-তাহরীক।​
Mahmud ibn Shahidullahমহান রব আমাদেরকে সকল হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক
 
Top