হারাম ও কবিরা গুনাহ জনৈক আলেম বলেন, সফরকালীন এমন পরিমাণ স্বর্ণের আংটি ব্যবহার করা যাবে, যা কাফনের কাপড় কেনার জন্য যথেষ্ট হয়। উক্ত বক্তব্যের সত্যতা জানতে

Mahmud ibn Shahidullah

Knowledge Sharer
ilm Seeker
Q&A Master
Salafi User
Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,571
উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। বরং সর্বাবস্থায় পুরুষদের জন্য স্বর্ণের গহনা ব্যবহার করা হারাম। চাই তা সফরে হৌক বা বাড়ীতে হৌক।

রাসূল (ﷺ) একদা ডান হাতে রেশম এবং বাম হাতে সোনা ধরলেন, অতঃপর বললেন, ‘আমার উম্মতের পুরুষদের জন্য এ দু’টি বস্ত্ত হারাম’ (আবুদাঊদ হা/৪০৫৭; মিশকাত হা/৪৩৯৪; সহীহুল জামে‘ হা/২২৭৪)

আলী (রাঃ) বলেন, ‘রাসূল (ﷺ) আমাকে স্বর্ণের আংটি পরিধান করতে নিষেধ করেছেন’ (মুসলিম হা/২০৭৮; মিশকাত হা/৪৪০৬)

ইবনু ওমর (রাঃ) বলেন, রাসূল (ﷺ) স্বর্ণের একটি আংটি ব্যবহার করতেন। এরপর তা বাদ দেন এবং বলেন, আমি আর কখনো সেটা ব্যবহার করব না। তখন লোকেরাও তাদের আংটি খুলে ফেলে দেয়’ (বুখারী হা/৫৮৬৭; মুসলিম হা/২০৫১; সহীহাহ হা/২৯৭৫)



সূত্র: আত-তাহরীক।​
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top