সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Golam Rabby

সালাত ছালাতে সালাম ফিরানোর সময় দুই দিকেই ‘ওয়া বারাক্বা-তুহু' বলা যাবে কি?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
748
Comments
884
Reactions
8,043
Credits
3,966
উত্তর : সালাম ফিরানোর সময় বাম দিকের সালামের সাথে অনেক মুছল্লী ‘ওয়া বারাকা- তুহু' যোগ করে থাকে। এটা সঠিক নয়। বরং শুধু ডান দিকের সালামের সাথে যোগ করা যাবে (ইরওয়াউল গালীল,হা/৩২ এর আলোচনা দ্রঃ)। উল্লেখ্য যে, বুলূগুল মারামে আবুদাঊদের উদ্ধৃতি দিয়ে দুই দিকেই যোগ করে যে হাদীছ উল্লিখিত হয়েছে, তা ভুলক্রমে হয়েছে। মূল আবুদাউদে তা নেই (বুলুগুল মারাম,হা/৩২০; আবু দাউদ,হা/৯৯৭,১/১৪৩ পৃঃ)। আরো উল্লেখ্য যে, ইবনু খুযায়মাতে উক্ত মর্মে যে বর্ণনা এসেছে তার সনদ মুনকার। কেননা আবু ইসহাক্ব নামক রাবী মুদাল্লিস ও দুর্বল (ইবনে খুযায়মা,হা/৭২৮ টীকা দ্রষ্টব্য)

[ফতওয়া সূত্র: প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম, প্রশ্ন নং ৬১৪ (আছ ছিরাত প্রকাশনী)]

নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডানে সালাম প্ৰদান করতেন এ বলে- “আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ” (এ পরিমাণ মাথা ঘুরাতেন যে) তাঁর ডান গালের শুভ্রতা দেখা যেত, বাম দিকেও সালাম প্রদানক রতেন— “আসসালামুআলাইকুম অরহমাতুল্লাহ” (এ পরিমাণ মাথা ঘুরাতেন যে) তাঁর বাম গালের শুভ্রতা দেখা যেত (অনুরূপভাবে মুসলিম (৫৮২), আবু দাউদ, নাসাঈ ও তিরমিযী এটিকে বর্ণনা করে ছহীহ বলেছেন)কখনো কখনো প্রথম সালামে এটুকু বৃদ্ধি করতেনঃ “অবারাকাতুহ”(আবু দাউদ, ইবনু খুযাইমাহ (১/৮৭/২) ছহীহ সনদে আব্দুল হক এটিকে ছহীহ প্রমাণ করেছেন তার “আহকাম” গ্রন্থে (৫৬/২)। অনুরূপভাবে নববী ও হাফিযী ইবনু হাজারও, আরো বর্ণনা করেছেন আব্দুর রাযযাক তার মুছানুনাফ গ্রন্থে (২/২১৯), আবু ইয়ালা তার মুসনাদ গ্রন্থে (৩/১২৫২), ত্ববারানী “কবীর” গ্রন্থে (৩/৬৭/২), আওসাত্ব গ্রন্থে (১/২৬০০/২), দারাকুতনী অন্য সূত্রে)আর ডানে “আসসালামুআলাইকুম অরহমাতুল্লাহ” বললে বামে কখনো কখনো এটুকু বলে ক্ষান্ত হতেন “আসসালামুআলাইকুম”(নাসাঈ, আহমাদ ও সাররাজ ছহীহ সনদে)

[সূত্র: নবী (স.) এর সালাত সম্পাদনের পদ্ধতি, শাইখ আলবানী রহ.]
 
Last edited:
Top