Asking ছাগল/মেষ/ভেড়া খাসি করানো কী জায়েজ?

  • Thread starter Thread starter amir hamza
  • Start date Start date
A

amir hamza

Guest

প্রশ্ন: ছাগল খাসি করানো কী জায়েজ?

উত্তর: 🟩প্রয়োজনের স্বার্থে গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা ইত্যাদি পুরুষ প্রাণীর অণ্ডকোষ কেটে খাসি করায় কোন দোষ নেই। কেননা, খাসি করা হলে তাতে প্রাণী মোটাতাজা করা সহজ হয় এবং সেগুলোর গোস্তও সুস্বাদু হয়। হাদিসে বর্ণিত হয়েছে,
أن النبي صلى الله عليه وسلم ضحى بكبشين عظيمين موجوءين
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটি বিশাল বিশাল দুম্বা খাসি কুরবানি করেছিলেন।”

📚ইবনু মাজাহ্, হাদীস ৩১৮০ তাহাক্বীক আলবানী রহ. সহীহ।

✅উক্ত হাদিসে موجوءين শব্দটি الوجاء শব্দ থেকে উৎকলিত। খাত্তাবী প্রমুখ এর অর্থ বলেছেন, খাসি করা।

🟩ইমাম আবু হানীফা রহ. ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহ. সহ বড় বড় ইমামগণ এর বৈধতার পক্ষে মত ব্যক্ত করেছেন।

🟩আল্লামা মুহাম্মদ বিন সালিহ আল উসাইমীন রাহ. বলেন, “খাসি করাতে যদি উপকার থাকে তাহলে তা জায়েয। তবে শর্ত হল, এমন প্রক্রিয়ায় তা সম্পন্ন করতে হবে যেন এতে প্রাণী কষ্ট না পায়।” (লিকা আল বাবুল মাফতুহ, ১৫/৩৭)

✅উল্লেখ্য যে, মুসনাদে আহমদে ইবনে উমরা রা. থেকে বর্ণিত ঘোড়া ও চতুষ্পদ প্রাণীকে খাসি করার নিষেধাজ্ঞা প্রসঙ্গে একটি হাদিস এসেছে কিন্তু তা সহীহ নয়। হাদিসটি হল,
نهى رسول الله صلى الله عليه وسلم عن إخصاء الخيل والبهائم
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোড়া ও চতুষ্পদ প্রাণীকে খাসি করতে নিষেধ করেছেন।”
এর সনদ দুর্বল। সঠিক কথা হল, এটি মারফু তথা রাসূল সা. এর কথা নয়। বরং এটি মওকুফ।

📚মুসনাদ আহমদ এর তাককীকে শায়েখ শুয়াইব আরনাউত রহ. এ মন্তব্য করেছেন।
 
ছাগল খাসি করানো সম্পর্কে আপনি একটি বিস্তারিত উত্তর দেখতে পেলে খুশি হয়। ছাগলগুলো খাসি করে তাদের অণ্ডকোষ কেটে নেওয়া হয় যাতে সেই ছাগলগুলোর দেহে বৃদ্ধি হয় এবং তাদেরগুলোর মাংশ সুস্বাদু হয়। ইসলামে আছে হাদিস যেখানে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটি বিশাল বিশাল দুম্বা খাসি করেছিলেন। [ইবনু মাজাহ্, হাদীস ৩১৮০]

ইমাম আবু হানীফা, ইমাম মালিক, এবং ইমাম আহমদ বিন হাম্বল এই বড়দের মতে থাকা হল ছাগলগুলো খাসি করার কোন জায়েজ দোষ পড়ে না।

তবে, আল্লামা মুহাম্মদ বিন সালিহ আল উসাইমীন রাহিমাহুল্লাহ বলেছেন যে, "ছাগলগুলো খাসি করার ক্ষেত্রে যদি কোন উপকার থাকে, তবে এটা জায়েয। কিন্তু এই কাজটি সম্পন্ন করতে হবে যেন প্রাণীগুলো কষ্ট না পায়।" [লিকা আল বাবুল মাফতুহ, ১৫/৩৭]

এছাড়াও, মুসনাদে আহমদে ইবনে উমরা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোড়া ও চতুষ্পদ প্রাণীগুলোকে খাসি করার নিষেধাজ্ঞা দেন। তবে এই হাদিসটির সনদ অবৈধ বলে মনে হচ্ছে। এটি মুসনাদ আহমদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কথা নয় বরং এটি মওকুফ। [মুসনাদ আহমদ, তাককীকে শায়েখ শুয়াইব আরনাউত রাহিমাহুল্লাহ]

এইভাবে বিবেচনা করা হলে ছাগলগুলো খাসি করার ক্ষেত্রে মতদান বিভিন্ন ইসলামিক মাতাদর্শে থাকে। কিছু বড় বড় ইমামগণ মতানুযায়ী ছাগলগুলো খাসি করার কোন দোষ নেই কিন্তু এটি সম্পন্ন করার সময় প্রাণীগুলোকে কষ্ট না হয় তার পর্যাপ্ত যত্ন নিতে হয়।
 
Back
Top