চারিত্রিক পবিত্রতা সম্পর্কিত সালাফদের কিছু বাণী

Joined
Jan 3, 2023
Threads
774
Comments
924
Reactions
8,172
১. ইবনু হাজার আসক্বলানী (রাহিমাহুল্লাহ) বলেন,

‘যে আলেম অনেক জ্ঞানী কিন্তু সচ্চরিত্রবান নয় তাহলে সে একজন জাহেলের চেয়েও বেশী বিপদজনক।’ — ফাৎহুল বারী ১৩/১৪৯ পৃ.

২. ইবনু মুফলেহ (রাহিমাহুল্লাহ) বলেন,

‘দরিদ্রতা ও ধনে সর্বাস্থায় আল্লাহ্র হক রয়েছে। ধনে রয়েছে দয়া ও কৃতজ্ঞতা এবং দারিদ্রতায় রয়েছে সচ্চরিত্রতা ও ধৈর্য।’ — আল আদাবুশ শারঈয়্যাহ ২/৩১০ পৃ.

৩. মাওয়ার্দী (রাহিমাহুল্লাহ) বলেন,

‘ব্যক্তির চারিত্রিক পবিত্রতা, কাজের গোপনীয়তা এবং অল্প তুষ্ট জীবনযাপন আসল দ্বীনদারীর পরিচায়ক।’ — আদাবুদ দুনিয়া ওয়া দ্বীন, ১৯৪ পৃ.

৪. মানছূর ফক্বীহ (রাহিমাহুল্লাহ) বলেন,

‘তাক্বওয়াশীল ব্যক্তির তাক্বওয়া অর্জিত হতে পারে না যতক্ষণ না তার কর্মে সচ্চরিত্রতা ও আদব ফুটে না উঠে।’ — আল আদাবুল শারঈয়্যাহ, ২/২২১ পৃ.

৫. আবু আমর ইবনুল আলা (রাহিমাহুল্লাহ) বলেন,

‘জাহেলী আরবরা অপূর্ণাঙ্গ ছয়টি কাজের মাধ্যমে আরব জাহানকে শাসন করত। ইসলাম সেটির পরিপূর্ণতা দান করেছে। আর সপ্তমটি হলো সচ্চরিত্রতা।’ — আল আদাবুশ শারঈয়্যাহ, ২/২১৫ পৃ.

৬. সুফিয়ান ছাওরী (রাহিমাহুল্লাহ) বলেন,

‘ঈদের দিন বাইরে বেরিয়ে তার সাথীদের বলতেন, আজ আমরা আমাদের চোখের পবিত্রতা বা সদ্ব্যবহারের মাধ্যমে দিন শুরু করব।’ — আর ওর‘ লি আবিদ দুনিয়া, ৬৩ পৃ.

— তাওহীদের ডাক, মার্চ-এপ্রিল ২০২০
 
Back
Top