Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,129
- Comments
- 1,321
- Solutions
- 1
- Reactions
- 12,518
- Thread Author
- #1
• আব্দুর রহমান ইবনু মাহদী (রহিমাহুল্লাহ) বলেন, 'মানুষ যেন নিকৃষ্ট আচার-আচরণ থেকে নিজেকে বাঁচিয়ে চলে, যেমনভাবে সে হারাম থেকে বাঁচে কারণ উত্তম চরিত্র ধারণ করা দ্বীনের অংশ'। — কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ৩৩১
• হাবীব ইবনু আবী ছাবিত (রহিমাহুল্লাহ) বলেন, 'কোন ব্যক্তির উত্তম চরিত্রের আলামত হলো: সে তার সাথীর সঙ্গে কথা বলার সময় পুরো মুখমণ্ডল তার দিকে ফেরানো অবস্থায় কথা বলে'। — কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ৩৩২
• ফুযাইল (রহিমাহুল্লাহ) বলেন, 'তুমি কেবল ভালো চরিত্রসম্পন্ন মানুষের সাথে মিশো। কারণ তারা শুধু ভালোই আনবে, আর খারাপ চরিত্রসম্পন্ন মানুষের সাথে মিশো না, কারণ তারা শুধু খারাপই আনবে'। — কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ৩৩২
• আহনাফ ইবনু ক্বাইস (রহিমাহুল্লাহ)-কে জনৈক ব্যক্তি বললেন, আমাকে ভালো পরিণতির পথে নির্দেশ দিন। তিনি তাকে বললেন, মানুষদের সাথে ভালো আচরণ করো এবং মন্দ কাজ থেকে বিরত থাকা'। — কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ৩৩২
• হাবীব ইবনু আবী ছাবিত (রহিমাহুল্লাহ) বলেন, 'কোন ব্যক্তির উত্তম চরিত্রের আলামত হলো: সে তার সাথীর সঙ্গে কথা বলার সময় পুরো মুখমণ্ডল তার দিকে ফেরানো অবস্থায় কথা বলে'। — কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ৩৩২
• ফুযাইল (রহিমাহুল্লাহ) বলেন, 'তুমি কেবল ভালো চরিত্রসম্পন্ন মানুষের সাথে মিশো। কারণ তারা শুধু ভালোই আনবে, আর খারাপ চরিত্রসম্পন্ন মানুষের সাথে মিশো না, কারণ তারা শুধু খারাপই আনবে'। — কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ৩৩২
• আহনাফ ইবনু ক্বাইস (রহিমাহুল্লাহ)-কে জনৈক ব্যক্তি বললেন, আমাকে ভালো পরিণতির পথে নির্দেশ দিন। তিনি তাকে বললেন, মানুষদের সাথে ভালো আচরণ করো এবং মন্দ কাজ থেকে বিরত থাকা'। — কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ৩৩২
[মাসিক আল ইখলাছ, জুন ২০২৫]
Last edited: