- Joined
- Dec 7, 2023
- Threads
- 1
- Comments
- 1
- Reactions
- 5
- Thread Author
- #1
কুয়েতের বিশিষ্ট সালাফি আলিম শাইখ ড. উসমান বিন মুহাম্মাদ আল-খামিস হাফিজাহুল্লাহকে ঘোড়ার মাংস খাওয়া জায়েজ কি-না এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন٫
জি ঘোড়ার মাংস খাওয়া জায়েজ। এ ব্যাপারে সহিহ মুসলিমে আসমা থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে ঘোড়ার মাংস খেয়েছি¹। সুতরাং ঘোড়ার মাংস খাওয়া জায়েজ আছে। তবে কিছু আলেম দ্বিমত পোষণ করেছেন। কিন্তু সঠিক কথা হচ্ছে খাওয়া জায়েজ এতে কোন সমস্যা নেই। - [সহীহ মুসলিম হাদিস নং: ১৯৪১]
উৎস: (শাইখের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে)
ভাষান্তর: রাকিবুল ইসলাম বিন হারুন।
জি ঘোড়ার মাংস খাওয়া জায়েজ। এ ব্যাপারে সহিহ মুসলিমে আসমা থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে ঘোড়ার মাংস খেয়েছি¹। সুতরাং ঘোড়ার মাংস খাওয়া জায়েজ আছে। তবে কিছু আলেম দ্বিমত পোষণ করেছেন। কিন্তু সঠিক কথা হচ্ছে খাওয়া জায়েজ এতে কোন সমস্যা নেই। - [সহীহ মুসলিম হাদিস নং: ১৯৪১]
উৎস: (শাইখের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে)
ভাষান্তর: রাকিবুল ইসলাম বিন হারুন।