• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

আদব ও শিষ্টাচার গোসল করার সময় বস্ত্রহীন থাকা যাবে কি?

Farhad Molla

Susceptible

Exposer
Q&A Master
Reporter
Salafi User
Threads
155
Comments
234
Solutions
1
Reactions
1,566
Credits
1,460
উত্তর : মানব চক্ষুর অন্তরালে কিংবা বাথরুমের মধ্যে হ’লে যাবে (বুখারী হা/২৭৯, ৩৪০৪; মিশকাত হা/৫৭০৭, ৫৭০৬)। রাসূল (ﷺ) বলেন, ‘তোমাদের কেউ যখন গোসল করবে তখন সে যেন পর্দা করে’ (নাসাঈ হা/৪০৬; মিশকাত হা/৪৪৭)। রাসূলুল্লাহ (ﷺ)-এর গুপ্তাঙ্গ কখনো দেখেননি বলে আয়েশা (রাঃ) বর্ণিত হাদীছটি যঈফ (ইবনু মাজাহ হা/৬৬২)।
এছাড়া যায়েদ বিন হারেছাহকে আলিঙ্গনের সময় রাসূল (ﷺ) নগ্ন হয়ে গিয়েছিলেন মর্মে আয়েশা (রাঃ) বর্ণিত হাদীছটিও যঈফ এবং এর অর্থ তাঁর দেহের উপরাংশের কাপড় পড়ে গিয়ে নগ্ন হওয়া (তিরমিযী হা/২৭৩২; মিশকাত হা/৪৬৮২; তুহফা হা/২৭৩২)।
 
Last edited by a moderator:
Top