- Joined
- Jan 13, 2023
- Threads
- 93
- Comments
- 109
- Reactions
- 1,288
- Thread Author
- #1
ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেন,
তিনটি জিনিস শরীরকে অসুস্থ করে:
১) খুব বেশি কথা বলা।
২) খুব বেশি ঘুমানো।
৩) অতিরিক্ত খাওয়া।
চারটি জিনিস শরীরকে ধ্বংস করে:
১) মানসিক চাপ।
২) দুঃখ।
৩) ক্ষুধা।
৪) গভীর রাতে জেগে থাকা।
চারটি জিনিস মুখমণ্ডলকে শুষ্ক করে এবং এর আনন্দ ও সম্মান কেড়ে নেয়:
১) মিথ্যা বলা।
২) অসভ্যতা।
৩) জ্ঞান ছাড়াই অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা।
৪) অশ্লীলতা।
চারটি জিনিস মুখে আনন্দ ও সম্মান আনে:
১) তাকওয়া।
২) সত্যবাদিতা।
৩) উদারতা।
৪) আত্মসম্মান।
চারটি জিনিস রিজিক নিয়ে আসে:
১) নিকটবর্তী পূর্ণ নামাজ।
২) ফজরের আগে বারবার আল্লাহর যিকির করা।
৩) দাতব্য অব্যাহত।
৪) দিনের শুরুতে এবং শেষে আল্লাহর স্মরণ।
চারটি জিনিস রিযককে বাধা দেয়:
১) ভোরে ঘুমানো (ফজরের পর)।
২) নামাজের অভাব।
৩) অলসতা।
৪) বিশ্বাসঘাতকতা এবং বিশ্বাসঘাতকতা।
বাব-আল-তিব (জাদ আল মাআদ) ৩৭৮/৪
তিনটি জিনিস শরীরকে অসুস্থ করে:
১) খুব বেশি কথা বলা।
২) খুব বেশি ঘুমানো।
৩) অতিরিক্ত খাওয়া।
চারটি জিনিস শরীরকে ধ্বংস করে:
১) মানসিক চাপ।
২) দুঃখ।
৩) ক্ষুধা।
৪) গভীর রাতে জেগে থাকা।
চারটি জিনিস মুখমণ্ডলকে শুষ্ক করে এবং এর আনন্দ ও সম্মান কেড়ে নেয়:
১) মিথ্যা বলা।
২) অসভ্যতা।
৩) জ্ঞান ছাড়াই অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা।
৪) অশ্লীলতা।
চারটি জিনিস মুখে আনন্দ ও সম্মান আনে:
১) তাকওয়া।
২) সত্যবাদিতা।
৩) উদারতা।
৪) আত্মসম্মান।
চারটি জিনিস রিজিক নিয়ে আসে:
১) নিকটবর্তী পূর্ণ নামাজ।
২) ফজরের আগে বারবার আল্লাহর যিকির করা।
৩) দাতব্য অব্যাহত।
৪) দিনের শুরুতে এবং শেষে আল্লাহর স্মরণ।
চারটি জিনিস রিযককে বাধা দেয়:
১) ভোরে ঘুমানো (ফজরের পর)।
২) নামাজের অভাব।
৩) অলসতা।
৪) বিশ্বাসঘাতকতা এবং বিশ্বাসঘাতকতা।
বাব-আল-তিব (জাদ আল মাআদ) ৩৭৮/৪