Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
গুনাহ্ গুনাহগারের বুদ্ধিমত্তায় একান্ত প্রভাব ফেলে। আপনি স্বচক্ষেই দুজন বুদ্ধিমানের মধ্যে বুদ্ধির তফাৎ দেখবেন। যাদের একজন আল্লাহ্'র আনুগত্যশীল, আর আরেকজন অবাধ্য। দেখবেন, আল্লাহ্'র আনুগত্যকারীর বুদ্ধি অপর জনের চাইতেও বেশি। তার চিন্তা ও সিদ্ধান্ত একান্তই সঠিক।
এমন ব্যক্তিকে কীভাবে বুদ্ধিমান বলা যেতে পারে যে, অনন্তকালের সুখ শান্তিকে কুরবানি দিয়ে দুনিয়ার সামান্য সুখকে গ্রহণ করলো? মু'মিন তো এমনই হওয়া উচিত যে, সে দুনিয়ার সামান্য সুখ ভোগকে কুরবানি দিয়ে আখিরাতের চির সুখের আশা করবে। আল্লাহ্ তা'আলা বলেন:
"তোমরা যদি কষ্ট পেয়ে থাকো, তাহলে তারাও তো তোমাদের ন্যায় কষ্ট পেয়েছে। তবে আল্লাহ্ তা'আলার নিকট তোমাদের যে (পরকালের) আশা ও ভরসা রয়েছে তা তাদের নেই"। (সূরা নিসা': ১০৪)
এমন ব্যক্তিকে কীভাবে বুদ্ধিমান বলা যেতে পারে যে, অনন্তকালের সুখ শান্তিকে কুরবানি দিয়ে দুনিয়ার সামান্য সুখকে গ্রহণ করলো? মু'মিন তো এমনই হওয়া উচিত যে, সে দুনিয়ার সামান্য সুখ ভোগকে কুরবানি দিয়ে আখিরাতের চির সুখের আশা করবে। আল্লাহ্ তা'আলা বলেন:
"তোমরা যদি কষ্ট পেয়ে থাকো, তাহলে তারাও তো তোমাদের ন্যায় কষ্ট পেয়েছে। তবে আল্লাহ্ তা'আলার নিকট তোমাদের যে (পরকালের) আশা ও ভরসা রয়েছে তা তাদের নেই"। (সূরা নিসা': ১০৪)
[কুরআন ও সহীহ হাদীসের আলোকে গুনাহর অপকারিতা ও চিকিৎসা, শাইখ মোস্তাফিজুর রহমান মাদানী; আত তাওহীদ প্রকাশনী]