সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

প্রশ্নোত্তর গান শুনলে ক্বিয়ামতের দিন কানের ভিতরে গরম সীসা ঢেলে দেয়া হবে। এ মর্মে কোন ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে কি?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
849
Comments
998
Reactions
9,468
Credits
4,277
উত্তর : বাজনাযুক্ত যেকোন গান শুনা হারাম। এজন্য তওবাহ না করলে তাকে শাস্তি পেতে হবে। তবে উক্ত মর্মে বর্ণিত হাদীছটির কোন ভিত্তি নেই। শায়খ আলবানী (রাহিমাহুল্লাহ) একে বানাওয়াট বলেছেন। ইমাম আহমাদ বিন হাম্বল (রাহিমাহুল্লাহ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করলে, তিনি একে বাতিল বলে উল্লেখ করেছেন (‘ইলালু মুতানাহি, ২য় খণ্ড, পৃ. ৭৮৬)।

গান-বাজনা সম্পর্কে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে, যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে’ (ছহীহুল বুখারী, হা/৫৫৯০)। মহান আল্লাহ বলেন, وَ مِنَ النَّاسِ مَنۡ یَّشۡتَرِیۡ لَہۡوَ الۡحَدِیۡثِ لِیُضِلَّ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ بِغَیۡرِ عِلۡمٍ ‘একশ্রেণীর লোক আছে, যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে’ (সূরা লুক্বমান : ৬)। উক্ত উয়াতের لَہۡوَ الۡحَدِیۡثِ এর অর্থ বর্ণনায় ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘আল্লাহর কসম! অবান্তর কথাবার্তা অর্থ গান’ (তাফসীরে ইবনু কাছীর, ৬ষ্ঠ খ-, পৃ. ৩৩০)।

- মাসিক আল ইখলাস, ডিসেম্বর ২০১৯
 
Top