উত্তর: আমরা এই প্রশ্নটি সৌদি স্থায়ী ফতোয়া কমিটির সাবেক সদস্য শায়েখ আব্দুল্লাহ ইবনে জিবরীন রহিমাহুল্লাহর কাছে পেশ করেছিলাম এবং তিনি উত্তর দিয়েছেন:
ইসলামের পায়রার বিশেষ কোনো তাৎপর্য নেই। অন্য অনেক হালাল পাখির মতো এটিও শুধুমাত্র একটি পাখি, যা আল্লাহ আমাদের খাওয়ার অনুমোদন দিয়েছেন। ইসলামে পায়রা পাখি শান্তি বা অন্য কোনো কিছুরই প্রতীক নয়। আমাদের মুসলিমদের জন্য কেবল এটাই যথেষ্ট যে আমরা পৃথিবীতে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর আদেশগুলো মেনে চলবো।
সূত্রঃ islamqa.info, Fatwa No. 1437
ইসলামের পায়রার বিশেষ কোনো তাৎপর্য নেই। অন্য অনেক হালাল পাখির মতো এটিও শুধুমাত্র একটি পাখি, যা আল্লাহ আমাদের খাওয়ার অনুমোদন দিয়েছেন। ইসলামে পায়রা পাখি শান্তি বা অন্য কোনো কিছুরই প্রতীক নয়। আমাদের মুসলিমদের জন্য কেবল এটাই যথেষ্ট যে আমরা পৃথিবীতে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর আদেশগুলো মেনে চলবো।
সূত্রঃ islamqa.info, Fatwa No. 1437