যত বিভ্রান্ত দল তৈরি হয়েছে ইসলামে, তারা কেউই মুখ ফুটে শরীয়ত না মানার কথা বা বিরোধিতার কথা একবারও বলেনি। বরং শরীয়তকে আরো শক্ত করে আঁকড়ে ধরতে বা তাদের মতানুযায়ী শরীয়তের সংস্কার করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে বলে সবার মাঝে একটা ধোঁয়াশা ভাব ছড়িয়ে দেয়। ইতিহাস সাক্ষী, দ্বীনের মৌল বিষয়ে যার জ্ঞান যত কম সে তত বেশি তাদের খপ্পরে পড়েছে। পূর্বসূরিদের সাথে যার সম্পর্ক যত ভঙ্গুর, বিভ্রান্তদের শিকার সে তত বেশি হয়।
এইসব বিভ্রান্ত দলগুলোর মাঝে খারেজী গোষ্ঠী অন্যতম। তারা বাহ্যিকভাবে দ্বীন পালনে...