উত্তর : জায়েয। যতক্ষণ তা অপচয়ের পর্যায়ে না পৌঁছে (সূরা আল-আন‘আম : ১৪১)।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে উঁচু বালিশে বসার দলীল পাওয়া যায়। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহ আনহুমা) বলেন, একবার রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকটে আবূ বকর ও ওমর (রাযিয়াল্লাহ আনহুমা) মাটিতে বসা ছিলেন। এ সময় উয়ায়না ইবনু হিছান (রাযিয়াল্লাহ আনহু) প্রবেশ করলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে উঁচু বালিশে বসালেন। আর বললেন, তোমাদের কাছে কোন সম্প্রদায়ের সম্মানিত লোক আসলে তোমরা তাকে সম্মান কর’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর, হা/৪২২; মা‘রেফাতুছ সাহাবা, হা/ ৫০২২, ১৬তম খণ্ড, পৃ, ৬৫, সনদ হাসান)।
অন্য একটি হাদীসে এসেছে, বুরদা ইবনু আবূ মূসা আশ‘আরী (রাযিয়াল্লাহ আনহু) বলেন, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে প্রথমে ইয়ামানে পাঠান। অতঃপর মু‘আয ইবনু জাবাল (রাযিয়াল্লাহ আনহু)-কে পাঠান। তিনি যখন তথায় পৌঁছলেন, লোকদেরকে বললেন, হে লোকসকল! আমি হলাম রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পাঠানো বার্তাবাহক। আবূ মূসা (রাযিয়াল্লাহ আনহু) তার বসার জন্য বালিশ বিছিয়ে দিলেন, অতঃপর তার কাছে একজন ইহুদীকে নিয়ে আসা হল, আর সে ইসলাম গ্রহণ করে নিল ও আবার কাফের হয়ে গেল। ফলে মু‘আয (রাযিয়াল্লাহ আনহু) তিনবার কসম করে বললেন, তাকে হত্যা না করা পর্যন্ত আমি বসব না। অতঃপর তাকে হত্যা করা হলে তিনি বসলেন’ (নাসাঈ, হা/৪০৬৬, সনদ সহীহ)।
তাছাড়া তিনি খাটে ঘুমাতেন (সহীহ মুসলিম, হা/৫১২)।
আর সাহাবায়ে কেরামও দস্তরখানায় খেতেন।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে উঁচু বালিশে বসার দলীল পাওয়া যায়। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহ আনহুমা) বলেন, একবার রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকটে আবূ বকর ও ওমর (রাযিয়াল্লাহ আনহুমা) মাটিতে বসা ছিলেন। এ সময় উয়ায়না ইবনু হিছান (রাযিয়াল্লাহ আনহু) প্রবেশ করলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে উঁচু বালিশে বসালেন। আর বললেন, তোমাদের কাছে কোন সম্প্রদায়ের সম্মানিত লোক আসলে তোমরা তাকে সম্মান কর’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর, হা/৪২২; মা‘রেফাতুছ সাহাবা, হা/ ৫০২২, ১৬তম খণ্ড, পৃ, ৬৫, সনদ হাসান)।
অন্য একটি হাদীসে এসেছে, বুরদা ইবনু আবূ মূসা আশ‘আরী (রাযিয়াল্লাহ আনহু) বলেন, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে প্রথমে ইয়ামানে পাঠান। অতঃপর মু‘আয ইবনু জাবাল (রাযিয়াল্লাহ আনহু)-কে পাঠান। তিনি যখন তথায় পৌঁছলেন, লোকদেরকে বললেন, হে লোকসকল! আমি হলাম রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পাঠানো বার্তাবাহক। আবূ মূসা (রাযিয়াল্লাহ আনহু) তার বসার জন্য বালিশ বিছিয়ে দিলেন, অতঃপর তার কাছে একজন ইহুদীকে নিয়ে আসা হল, আর সে ইসলাম গ্রহণ করে নিল ও আবার কাফের হয়ে গেল। ফলে মু‘আয (রাযিয়াল্লাহ আনহু) তিনবার কসম করে বললেন, তাকে হত্যা না করা পর্যন্ত আমি বসব না। অতঃপর তাকে হত্যা করা হলে তিনি বসলেন’ (নাসাঈ, হা/৪০৬৬, সনদ সহীহ)।
তাছাড়া তিনি খাটে ঘুমাতেন (সহীহ মুসলিম, হা/৫১২)।
আর সাহাবায়ে কেরামও দস্তরখানায় খেতেন।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: