খতম তারাবীহ হৌক বা সূরা তারাবীহ হৌক এতে ইমামতির সম্মানী গ্রহণ করা যাবে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা যেসব জিনিসের বিনিময়ে পারিশ্রমিক নিয়ে থাকো, তাদের মধ্যে কিতাবুল্লাহ (আল্লাহর কিতাব) অধিকতর উপযোগী’ (বুখারী হা/৫৭৩৭; মিশকাত হা/২৯৮৫)। তবে এক্ষেত্রে শর্তারোপ করে বা দরকষাকষি করে টাকা আদায় করা গর্হিত অপরাধ এবং ইসলামের মৌলিক আদর্শ বিরোধী কাজ।
কেননা নবী-রাসূলগণ দ্বীনের প্রচারের বিনিময়ে কোনরূপ মজুরী গ্রহণ করতেন না (আন‘আম ৯০; মারদাভী, আল-ইনছাফ ৬/৩৫; মাজমূ‘ ফাতাওয়া ২৩/৩৬৭)। উল্লেখ্য, খতম তারাবীহ সুন্নাত মনে করে পড়া ঠিক নয়।
আত তাহরীক
কেননা নবী-রাসূলগণ দ্বীনের প্রচারের বিনিময়ে কোনরূপ মজুরী গ্রহণ করতেন না (আন‘আম ৯০; মারদাভী, আল-ইনছাফ ৬/৩৫; মাজমূ‘ ফাতাওয়া ২৩/৩৬৭)। উল্লেখ্য, খতম তারাবীহ সুন্নাত মনে করে পড়া ঠিক নয়।
আত তাহরীক