আদব ও শিষ্টাচার কোমল আচরণের ফযীলত

Joined
Jan 3, 2023
Threads
862
Comments
1,026
Reactions
9,180
• আয়েশা (রাদিআল্লাহু আনহা) বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে বলেছেন, ‘নিশ্চয় আল্লাহ কোমল আচরণের অধিকারী। তিনি কোমল আচরণ পসন্দ করেন। তিনি কোমল আচরণের ক্ষেত্রে এমন প্রতিদান প্রদান করেন, যা কঠোর ও অন্য কোন আচরণের ক্ষেত্রে প্রদান করেন না।’ [1]

• আয়েশা (রাদিআল্লাহু আনহা) বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘নিশ্চয় কোমলতা যার মধ্যে থাকে তা তাকে সুশোভিত করে। আর যার মধ্য থেকে এটাকে ছিনিয়ে নেয়া হয় তা তাকে কলুষিত করে।’ [2]

• আবু দারদা (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘যাকে কোমলতার কোন অংশ প্রদান করা হয়, তাকে মূলত কল্যাণের একটা অংশ প্রদান করা হয়। আর যাকে কোমলতার কোন অংশ থেকে বঞ্চিত করা হয়, তাকে মূলত কল্যাণের অংশ থেকে বঞ্চিত করা হয়।’ [3]

[1] ছহীহ মুসলিম, হা/২৫৯৩; আবু দাউদ, হা/৪৮০৭; বায়হাক্বী, শু'আবুল ঈমান, হা/৮৪১৪
[2] ছহীহ মুসলিম, হা/২৫৯৪; আহমাদ, হা/২৫৯৮২; আল-আদাবুল মুফরাদ, হা/৪৭৫; মিশকাত, হা/৫০৬৮, সনদ ছহীহ
[3] তিরমিযী, হা/২০১৩; বায়হাক্বী, শু'আবুল ঈমান, হা/৮০০২; সুনানুল কুবরা, হা/২০৫৮৭; আল-আদাবুল মুফরাদ, হা/৪৬৪; মিশকাত, হা/৫০৭৬


– আমলে সালেহ (২য় খন্ড), লেখক: শাইখ সামী মুহাম্মাদ, তাহকীক: আলবানী, অনুবাদ-সম্পাদক: ড. মুযাফফর বিন মুহসিন; আছ ছিরাত প্রকাশনী
 
Back
Top