ই‘তিকাফ করা সুন্নাত। রাসূল (ছাঃ) ও অন্যান্য সালাফগণ রামাযানে নিয়মিত ই‘তিকাফ করতেন (নববী, আল-মাজমূ‘ ৬/৫০১; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৫/৪৪০; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ২০/১৫৮)।
সুতরাং কেউ ই‘তিকাফ করলে ছওয়াব প্রাপ্ত হবে। আর না করলেও গুনাহগার হবে না। অতএব গ্রামের কেউ ই‘তিকাফ না করলে সবাই গুনাহগার হবে এমন ধারণা ভিত্তিহীন।
আত তাহরীক
সুতরাং কেউ ই‘তিকাফ করলে ছওয়াব প্রাপ্ত হবে। আর না করলেও গুনাহগার হবে না। অতএব গ্রামের কেউ ই‘তিকাফ না করলে সবাই গুনাহগার হবে এমন ধারণা ভিত্তিহীন।
আত তাহরীক