কোটি কোটি টাকার সম্পদের মালিক

  • Thread Author
ইউনুস ইবনু উবাইদ (রাহিমাহুল্লাহ)-এর কাছে এক ভদ্রলোক আসে। নিজের অভাব-অনটন ও দুঃখ-দুর্দশার কথা তার সামনে তুলে ধরে। উত্তরে ইউনুস ইবনু উবাইদ বলেন,

তোমার একটা চোখ কি এক লক্ষ দিরহামে বিক্রি করবে?

: না।

: তোমার কান?

: না।

: তোমার জিহ্বা?

: না।

: তোমার মস্তিষ্ক?

: না।

এভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো তাকে স্মরণ করিয়ে দিতে থাকেন। এরপর বলেন, আমি তো দেখছি, তুমি কোটি কোটি টাকার সম্পদের মালিক, অথচ তুমি নিজের অভাবের কথা বলে বেড়াচ্ছ?

— সিয়ারু আলামিন নুবালা : ৬/২৯২
 
Back
Top