সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

সালাত কেউ সালাতের কথা ভুলে গেলে আরেক সালাতের সময় মনে হলে কোন সালাত আগে পড়বে?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
838
Comments
986
Reactions
9,297
Credits
4,237
প্রথম মত: ভুলে যাওয়া সালাত আগে পড়বে। তবে যদি বর্তমান সালাতের সময় শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করে তাহলে আগে বর্তমান সালাত পড়ে তারপর ভুলে যাওয়া সালাত পড়বে। এটা সাঈদ ইবনু মুসাইয়্যিব, হাসান, আওযায়ী, রাবীয়া, সুফিয়ান ছাওরী, শাফেয়ী, আহমাদ, ইসহাক, আবু ছাওর ও আসহাবুর রায় রহিমাহুমুল্লাহ তাদের মত।

দ্বিতীয় মত: যে সালাতের কথা স্মরণ হয়েছে তা পড়বে, যদিও বর্তমান সালাত ছুটে যায়। এটা আতা, নাখয়ী, যুহরী, মালেক ও লাইছ রহিমাহুমুল্লাহ তাদের মত। ইমাম মালেক রহিমাহুল্লাহ বলেন, আল্লাহ যা আগে শুরু করেছেন তা আগে পড়তে হবে।

প্রাধান্যযোগ্য মত: প্রাধান্যযোগ্য মত হচ্ছে প্রথম মত। ইবনু মুনযির রহিমাহুল্লাহ এই মতকে প্রাধান্য দিয়েছেন। তিনি দলীল দিয়েছেন আবু কাতাদা রাদ্বিয়াল্লাহ আনহুর সালাত না পড়ে ঘুমিয়ে যাওয়ার হাদীস দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের ফজর সালাত পড়ার আগে ফজরের দুই রাকআত সুন্নাত পড়েছেন। হাদীসটি ইমাম মুসলিম রহিমাহুল্লাহ (৬৮১) বর্ণনা করেন।

– আওসাত ২/৪১৪, ৪১৯, মুগনী ১/৬১০, ইবনু রজব ৫/১২৫
– মিসকুল খিতাম: শারহু উমদাতিল আহকাম (১ম খন্ড), মাকতাবাতুস সুন্নাহ, রাজশাহী
 
Last edited:
Top