সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
A

পরিচিতি কেউ যদি আমাকে বলে "তুমি কি সালাফি"? এর জবাব কি দিবো?

A

Anonymous User

Guest

প্রশ্নঃ ধন্যবাদ সুযোগের জন্য। আমার একটা প্রশ্ন। কেউ যদি আমাকে বলে "তুমি কি সালাফি"? এর জবাব কি দিবো?

উত্তরঃ শারফ (এটা তো সম্মানের)! বলুন, আমি সালাফি ও আমি গর্বিত (ওয়াফতাখির)। না'আম। সোজা উত্তর।
সালাফি লক্ববটার অর্থ?
সালাফি মানে, আমি সেসব সালাফদের সাথে রয়েছি (অনুসরণ করছি)। যাদের মধ্যে রয়েছে রসুলুল্লাহ ﷺ, তাঁর সাহাবাগণ, খুলাফায়ে রাশেদিন (رضي الله عنهم)।
যাদের সম্পর্কে আল্লাহ্ ﷻ বলেন,
رَّضِيَ اللَّـهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ
আল্লাহ সে সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছে।
[সূরা আততাউবা, ১০০]

যাইহোক, এটা মনে করা যাবে না যে আমাদের প্রতি (সালাফিদের) সবাই খুশি হবে।
না!
মাথা উঁচু করে বলুন, আনা সালাফি (আমি সালাফি)। এতে কোন দোষ নেই।
আর এটাতেই ফাখর, ফাখর৷ (সম্মান, সম্মান)।

إذا قيل لي أنت السلفي؛ فبماذا أرد؟ لمعالي الشيخ صالح آل الشيخ حفظه الله- كبار العلماء

ফাদ্বিলাতুশশাইখ ড. স্বলিহ বিন আব্দুল আজিজ আল আস শাইখ (حفظه الله),
যিনি বর্তমান সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী ও ইমাম ওয়া মুজাদ্দিদ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব (رحمه الله) এর প্রকৃত বংশধর।
 

Create an account or login to comment

You must be a member in order to leave a comment

Create account

Create an account on our community. It's easy!

Log in

Already have an account? Log in here.

Total Threads
13,138Threads
Total Messages
16,794Comments
Total Members
3,506Members
Latest Messages
sk masudLatest member
Top