A
Anonymous User
Guest
প্রশ্নঃ ধন্যবাদ সুযোগের জন্য। আমার একটা প্রশ্ন। কেউ যদি আমাকে বলে "তুমি কি সালাফি"? এর জবাব কি দিবো?
উত্তরঃ শারফ (এটা তো সম্মানের)! বলুন, আমি সালাফি ও আমি গর্বিত (ওয়াফতাখির)। না'আম। সোজা উত্তর।
সালাফি লক্ববটার অর্থ?
সালাফি মানে, আমি সেসব সালাফদের সাথে রয়েছি (অনুসরণ করছি)। যাদের মধ্যে রয়েছে রসুলুল্লাহ ﷺ, তাঁর সাহাবাগণ, খুলাফায়ে রাশেদিন (رضي الله عنهم)।
যাদের সম্পর্কে আল্লাহ্ ﷻ বলেন,
[সূরা আততাউবা, ১০০]
যাইহোক, এটা মনে করা যাবে না যে আমাদের প্রতি (সালাফিদের) সবাই খুশি হবে।
না!
মাথা উঁচু করে বলুন, আনা সালাফি (আমি সালাফি)। এতে কোন দোষ নেই।
আর এটাতেই ফাখর, ফাখর৷ (সম্মান, সম্মান)।
إذا قيل لي أنت السلفي؛ فبماذا أرد؟ لمعالي الشيخ صالح آل الشيخ حفظه الله- كبار العلماء
ফাদ্বিলাতুশশাইখ ড. স্বলিহ বিন আব্দুল আজিজ আল আস শাইখ (حفظه الله),
যিনি বর্তমান সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী ও ইমাম ওয়া মুজাদ্দিদ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব (رحمه الله) এর প্রকৃত বংশধর।
উত্তরঃ শারফ (এটা তো সম্মানের)! বলুন, আমি সালাফি ও আমি গর্বিত (ওয়াফতাখির)। না'আম। সোজা উত্তর।
সালাফি লক্ববটার অর্থ?
সালাফি মানে, আমি সেসব সালাফদের সাথে রয়েছি (অনুসরণ করছি)। যাদের মধ্যে রয়েছে রসুলুল্লাহ ﷺ, তাঁর সাহাবাগণ, খুলাফায়ে রাশেদিন (رضي الله عنهم)।
যাদের সম্পর্কে আল্লাহ্ ﷻ বলেন,
رَّضِيَ اللَّـهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ
আল্লাহ সে সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছে।[সূরা আততাউবা, ১০০]
যাইহোক, এটা মনে করা যাবে না যে আমাদের প্রতি (সালাফিদের) সবাই খুশি হবে।
না!
মাথা উঁচু করে বলুন, আনা সালাফি (আমি সালাফি)। এতে কোন দোষ নেই।
আর এটাতেই ফাখর, ফাখর৷ (সম্মান, সম্মান)।
إذا قيل لي أنت السلفي؛ فبماذا أرد؟ لمعالي الشيخ صالح آل الشيخ حفظه الله- كبار العلماء
ফাদ্বিলাতুশশাইখ ড. স্বলিহ বিন আব্দুল আজিজ আল আস শাইখ (حفظه الله),
যিনি বর্তমান সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী ও ইমাম ওয়া মুজাদ্দিদ মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব (رحمه الله) এর প্রকৃত বংশধর।