Member
কুরবানী করতে অক্ষম ব্যক্তিকে সহযোগিতা করা মুস্তাহাব। অর্থাৎ পশু ক্রয় করতে আর্থিক সহযোগিতা করা বা ভেড়া কিংবা ছাগল হাদিয়া দেওয়া যেনো সে কুরবানী করতে পারে।
“উকবাহ ইবনু আমির জুহানী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীগণের মধ্যে কতগুলো কুরবানীর পশু বণ্টন করলেন। তখন ‘উকবাহ (রাঃ)-এর অংশে পড়ল একটি বকরীর বাচ্চা। ‘উকবাহ (রাঃ) বলেন, তখন আমি বললামঃ হে আল্লাহর রাসূল! আমার অংশে পড়েছে একটি বকরীর বাচ্চা। তিনি বললেনঃ সেটাই কুরবানী করে নাও। (বুখারী; ৫৫৪৭. আধুনিক প্রকাশনী- ৫১৪০, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৩৬)
আর যিনি একাধিক কুরবানী করবেন, তার জন্য উত্তম হলো- অতিরিক্ত কুরবানীগুলোকে অন্যদের দিয়ে দেওয়া, যাতে তারাও আনন্দ ভাগাভাগি করে নিতে পারে।
“উকবাহ ইবনু আমির জুহানী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীগণের মধ্যে কতগুলো কুরবানীর পশু বণ্টন করলেন। তখন ‘উকবাহ (রাঃ)-এর অংশে পড়ল একটি বকরীর বাচ্চা। ‘উকবাহ (রাঃ) বলেন, তখন আমি বললামঃ হে আল্লাহর রাসূল! আমার অংশে পড়েছে একটি বকরীর বাচ্চা। তিনি বললেনঃ সেটাই কুরবানী করে নাও। (বুখারী; ৫৫৪৭. আধুনিক প্রকাশনী- ৫১৪০, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৩৬)
আর যিনি একাধিক কুরবানী করবেন, তার জন্য উত্তম হলো- অতিরিক্ত কুরবানীগুলোকে অন্যদের দিয়ে দেওয়া, যাতে তারাও আনন্দ ভাগাভাগি করে নিতে পারে।
কুরবানী বিষয়ক ৬৭টি মাসয়ালা PDF থেকে