শরী‘আতে কুরবানীর পশুর বয়সের কথা বলা হয়নি।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমরা দুধের দাঁত ভেঙ্গে নতুন দাঁত ওঠা (মুসিন্নাহ) পশু ব্যতীত যব্হ করো না (সহীহ মুসলিম, হা/১৯৬৩; মিশকাত, হা/১৪৫৫; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৩৭১, ৩/২২২ পৃ.)। এই হাদীস প্রমাণ করে যে, দুধের দাঁত ভেঙ্গে নতুন দাঁত ওঠা শর্ত।
উল্লেখ্য, চার ধরনের পশু কুরবানী করা নাজায়েয। যথা- স্পষ্ট খোঁড়া, স্পষ্ট কানা, স্পষ্ট রোগী ও জীর্ণশীর্ণ এবং অর্ধেক কানকাটা বা ছিদ্র করা ও অর্ধেক শিং ভাঙ্গা (মুওয়াত্ত্বা, হা/১৭৫৭; মিশকাত, হা/১৪৬৫; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৩৮১, ৩/২২৫ পৃ.)।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমরা দুধের দাঁত ভেঙ্গে নতুন দাঁত ওঠা (মুসিন্নাহ) পশু ব্যতীত যব্হ করো না (সহীহ মুসলিম, হা/১৯৬৩; মিশকাত, হা/১৪৫৫; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৩৭১, ৩/২২২ পৃ.)। এই হাদীস প্রমাণ করে যে, দুধের দাঁত ভেঙ্গে নতুন দাঁত ওঠা শর্ত।
উল্লেখ্য, চার ধরনের পশু কুরবানী করা নাজায়েয। যথা- স্পষ্ট খোঁড়া, স্পষ্ট কানা, স্পষ্ট রোগী ও জীর্ণশীর্ণ এবং অর্ধেক কানকাটা বা ছিদ্র করা ও অর্ধেক শিং ভাঙ্গা (মুওয়াত্ত্বা, হা/১৭৫৭; মিশকাত, হা/১৪৬৫; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৩৮১, ৩/২২৫ পৃ.)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: