কুরআনের অর্থ ভালোভবে অনুধাবনের একটা পদ্ধতি হচ্ছে সুন্দর কন্ঠের ক্বারী সাহেবদের তিলাওয়াত শোনা। এরকম কিছু ক্বারীদের একটা লিস্ট প্রস্তুত করছি, ইনশাআল্লাহু বিইযনিল্লাহ।
ক্যাটেগরী-১: যাদের তিলাওয়াত কপি করা যেতে পারে।
সাধারণভাবে বিভিন্ন ক্বারীদের তিলাওয়াত শুনলেও অনুকরণের সময় এমন মানুষ নির্বাচন করা উচিৎ যারা তাজউইদের সূক্ষ্ম সূক্ষ্ম নিয়মগুলোও ফলো করেন। যেমন-
১. ক্বারী আব্দুল বাসিত বিন আব্দুস সামাদ
২. ক্বারী মাহমুদ খলিল আল হুসারী
৩. ক্বারী মুহাম্মাদ সিদ্দিক আল মিনশাউই
ক্যাটেগরী-২: যাদের তিলাওয়াত খুবই স্পষ্ট।
১. ক্বারী আব্দুর রহমান আল আউসী
ক্যাটেগরী-৩: যাদের তিলাওয়াত শুনে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়।
১. ক্বারী ইদরীস আবকার - সবসময় কান্নাবিজড়িত কন্ঠে তিলাওয়াত করেন।
২. ক্বারী হানি আর রিফাই
৩. ক্বারী সাদ আল গামিদি - আল্লাহর আযাবের আয়াতগুলো এনার গলায় ভালো মানায়। গায়ের লোম দাঁড়িয়ে যায়।
ক্যাটেগরী-৪: যাদের তিলাওয়াত সুন্দর।
১. ক্বারী সালাহ আল বুখাতির - সামান্য দ্রুত পড়েন। তিলাওয়াতের টোন অসাধারণ।
২. শাইখ মাহের আল মুয়াইকলি ইমামে হারাম - কন্ঠ সুন্দর, অন্যান্য ইমামদের তুলনায় ধীরগতির তিলাওয়াত, শাইখের তিলাওয়াত কপি করা যেতে পারে।
ভাইয়েরা, রমাদান চলছে, আমাদের সময়ের সিংভাগ যেন কুরআন পায় এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। আল্লাহ তায়ালা যেন আমাদের কুরআনের জন্য ব্যয়িত সময়গুলো কিয়ামাতের দিন নাজাতের কারণ বানিয়ে দেন।
ক্যাটেগরী-১: যাদের তিলাওয়াত কপি করা যেতে পারে।
সাধারণভাবে বিভিন্ন ক্বারীদের তিলাওয়াত শুনলেও অনুকরণের সময় এমন মানুষ নির্বাচন করা উচিৎ যারা তাজউইদের সূক্ষ্ম সূক্ষ্ম নিয়মগুলোও ফলো করেন। যেমন-
১. ক্বারী আব্দুল বাসিত বিন আব্দুস সামাদ
২. ক্বারী মাহমুদ খলিল আল হুসারী
৩. ক্বারী মুহাম্মাদ সিদ্দিক আল মিনশাউই
ক্যাটেগরী-২: যাদের তিলাওয়াত খুবই স্পষ্ট।
১. ক্বারী আব্দুর রহমান আল আউসী
ক্যাটেগরী-৩: যাদের তিলাওয়াত শুনে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়।
১. ক্বারী ইদরীস আবকার - সবসময় কান্নাবিজড়িত কন্ঠে তিলাওয়াত করেন।
২. ক্বারী হানি আর রিফাই
৩. ক্বারী সাদ আল গামিদি - আল্লাহর আযাবের আয়াতগুলো এনার গলায় ভালো মানায়। গায়ের লোম দাঁড়িয়ে যায়।
ক্যাটেগরী-৪: যাদের তিলাওয়াত সুন্দর।
১. ক্বারী সালাহ আল বুখাতির - সামান্য দ্রুত পড়েন। তিলাওয়াতের টোন অসাধারণ।
২. শাইখ মাহের আল মুয়াইকলি ইমামে হারাম - কন্ঠ সুন্দর, অন্যান্য ইমামদের তুলনায় ধীরগতির তিলাওয়াত, শাইখের তিলাওয়াত কপি করা যেতে পারে।
ভাইয়েরা, রমাদান চলছে, আমাদের সময়ের সিংভাগ যেন কুরআন পায় এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। আল্লাহ তায়ালা যেন আমাদের কুরআনের জন্য ব্যয়িত সময়গুলো কিয়ামাতের দিন নাজাতের কারণ বানিয়ে দেন।