- Joined
- Feb 23, 2024
- Threads
- 62
- Comments
- 84
- Reactions
- 771
- Thread Author
- #1
কুরআন : জ্ঞান অর্জন করা কুরআন ও শরীয়াতের প্রথম নির্দেশ
১. পড় [জ্ঞান অর্জন কর] তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন,
২. মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাধা রক্ত থেকে
৩. পড়, তোমার প্রতিপালক যিনি মহা মহিমান্বিত,
৪. যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
৫. শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না । (৯৬-আল আলাক : আয়াত-১-৫) হাদীস : যেমন নিয়ত তেমন ফল
অর্থ : ওমর ইবনে খাত্তাব হতে বর্ণিত । তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সামার-কে বলতে শুনেছি-কাজ (এর প্রাপ্য হবে) নিয়ত অনুযায়ী । আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে- তবে তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে, যে জন্যে সে হিজরত করেছে। (বুখারী হাদীস : ১)
দু'আ : আদম ও হাওয়া আলাইহিমাস সালামের দু'আ
উচ্চারণ : রাব্বানা জ্বলামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়াতার হামনা লানা কূনান্না মিনাল খাসিরীন ।
অর্থ: ওগো পরওয়ারদিগার! আমরা নিজেরাই নিজেদের উপর যুলুম করেছি । এখন তুমি যদি আমাদের ক্ষমা না কর আর আমাদের প্রতি অনুগ্রহ না কর, তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। (৭ আল আ'রাফ : আয়াত-২৩ )
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ. اِقْرَأْ وَ رَبُّكَ الأكْرَمُ . الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ . عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمُ
১. পড় [জ্ঞান অর্জন কর] তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন,
২. মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাধা রক্ত থেকে
৩. পড়, তোমার প্রতিপালক যিনি মহা মহিমান্বিত,
৪. যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
৫. শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না । (৯৬-আল আলাক : আয়াত-১-৫) হাদীস : যেমন নিয়ত তেমন ফল
عنْ عُمَرَ بْنَ الْخَطَابِ ، إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ وَإِنَّمَا لِكُلِّ امْرِي مَا نَوَى فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ.
অর্থ : ওমর ইবনে খাত্তাব হতে বর্ণিত । তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সামার-কে বলতে শুনেছি-কাজ (এর প্রাপ্য হবে) নিয়ত অনুযায়ী । আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে- তবে তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে, যে জন্যে সে হিজরত করেছে। (বুখারী হাদীস : ১)
দু'আ : আদম ও হাওয়া আলাইহিমাস সালামের দু'আ
رَبَّنَا ظَلَمْنَا اَنْفُسَنَا وَإِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَسِرِينَ.
উচ্চারণ : রাব্বানা জ্বলামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়াতার হামনা লানা কূনান্না মিনাল খাসিরীন ।
অর্থ: ওগো পরওয়ারদিগার! আমরা নিজেরাই নিজেদের উপর যুলুম করেছি । এখন তুমি যদি আমাদের ক্ষমা না কর আর আমাদের প্রতি অনুগ্রহ না কর, তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। (৭ আল আ'রাফ : আয়াত-২৩ )