- Joined
- Jan 3, 2023
- Threads
- 662
- Comments
- 806
- Reactions
- 7,071
- Thread Author
- #1
এদের চিন্তা হচ্ছে, দ্বীন ইসলাম পালনের জন্য কুরআনই যথেষ্ট। হাদীস তথা সুন্নাহতে যেহেতু জাল-জালিয়াতি সহ নানা ভেজাল মিশ্রিত হাদীস গ্রহনযোগ্য নয়। এরা নিজেদের আহলুল কুরআন পরিচয় দেয়। তাদের এ দাবীও মিথ্যা, কেননা কুরআন মানতে হলে অপরিহার্যভাবে হাদীস মানতে হবে। তাদের আকীদা-
১. কুরআনের তাফসীর করা হারাম।
২. কুরআনের ব্যাখ্যা নিজেদের মন মতো করা যায়।
৩. খারেজী ও মু'তাযিলাদের অনেক আকীদা তারা গ্রহণ করে।
৪. কবীরা গুনাহকারী চিরস্থায়ী জাহান্নামী।
৫. কুরআনে নাসেখ, মানসুখ অর্থাৎ রহিত বা রহিতকারী কোন বিধান বা নির্দেশ নেই।
৬. কবরের আযাব মিথ্যা
১. কুরআনের তাফসীর করা হারাম।
২. কুরআনের ব্যাখ্যা নিজেদের মন মতো করা যায়।
৩. খারেজী ও মু'তাযিলাদের অনেক আকীদা তারা গ্রহণ করে।
৪. কবীরা গুনাহকারী চিরস্থায়ী জাহান্নামী।
৫. কুরআনে নাসেখ, মানসুখ অর্থাৎ রহিত বা রহিতকারী কোন বিধান বা নির্দেশ নেই।
৬. কবরের আযাব মিথ্যা
সূত্রঃ 'সহীহ ইসলামী আকিদা' বই থেকে, পৃঃ ১৯৯; লেখক- ড. মুহাম্মদ সাইফুল্লাহ (প্রকাশনীঃ মাকতাবাত আল মুফলিহুন)