মৃত্যু ও পরবর্তী কিয়ামত, ফেতনা ও পুনরুত্থান দিবস সম্পর্কিত হাদীস, পর্ব: ২

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,129
Comments
1,321
Solutions
1
Reactions
12,518
• আবু হুরায়রা (রা:) হতে মারফু'সূত্রে বর্ণিত আছে, রাসূল (সা:) বলেছেন, 'ইয়াহুদীরা ৭১ বা ৭২ দলে বিভক্ত হয়েছিল এবং খ্রিষ্টানরা ৭১ বা ৭২ দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে'। [আবূ দাউদ, ২/৫০৩; তিরমিযী, ৩/৩৬৭; সিলসিলাহ আস সহীহা : ২৫২৬/২০৩]

• ইবনু মাসউদ (রা:) হতে মারফু'সূত্রে বর্ণিত আছে, 'কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। কিন্তু দুনিয়ার প্রতি মানুষের লোভ বেড়েই যাচ্ছে এবং আল্লাহ থেকে তাদের দূরত্ব নিরন্তর বৃদ্ধি পাচ্ছে'। [মুসতাদরাকে হাকেম, ৪/৩২৪; ত্ববারানী, কাবীর, হা/৯৭৮৭; সিলসিলাহ আস সহীহা : ২৫২৭/১৫১০]

• আবূ মূসা (রা:) বলেন, নবী (সা:) বলেছেন, '(ফেতনার সময়) তোমরা তোমাদের ধনুকগুলো ভেঙে দাও, ধনুকের তারগুলো কেটে দাও, বাড়ির ভিতরে থাকা আবশ্যক করে নাও এবং এ সময়ে আদমের দুই সন্তানের ভালোটার মতো হয়ে যাও'। [তিরমিযী, ৩/২২২; শুআবুল ঈমান, ২/১১৩/২; সিলসিলাহ আস সহীহা : ২৫২৮/১৫২৪]

• ইবনু উমার (রা:) হতে মারফু'সূত্রে বর্ণিত আছে, রাসূল (সা:) বলেন, 'সাবধান! ফেতনা এই দিক থেকে, সাবধান! ফেতনা এই দিক থেকে (এ কথা তিনি দুই অথবা তিনবার বললেন।) যেখান থেকে শয়তানের শিং উদিত হয়। তিনি এ কথা বলার সময় তার হাত দিয়ে পূর্বের দিকে ইঙ্গিত করছিলেন। অন্য বর্ণনায় আছে, ইরাকের দিকে'। [বুখারী, ২/২৭৫ ও ৪/৩৭৪; মুসলিম, ৮/১৮০-১৮১; সিলসিলাহ আস সহীহা : ২৫২৯/২৪৯৪]
 
Similar threads Most view View more
Back
Top