• রসূলুল্লাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি ছলাতের হিফাযাত করবে, ক্বিয়ামাতের দিন তা তার জন্য জ্যোতি, প্রমাণ ও মুক্তির উপায় হবে। আর যে ব্যক্তি ছলাতের হিফাযাত করবে না, (ক্বিয়ামাতের দিন) তা তার জন্য জ্যোতি, প্রমাণ ও মুক্তির উপায় হবে না। ক্বিয়ামাতের দিন সে ব্যক্তি ক্বারূণ, ফির’আউন, হামান ও উবাই ইবনে খালাফের সাথে থাকবে। — মুসনাদে আহমাদ, ২/১৬৯, হা/৬৫৭৬; ইবনে হিব্বান, হা/১৪৬৭; দারিমী, হা/২৭৬৩; বাইহাক্বী, শু’আবুল ঈমান, হা/২৫৬৫; ত্বাবারাণী, মু’জামুল কাবীর, ১৪/১২৭, হা/১৪৭৪৬; মুসনাদে আবদ ইবনে হুমাইদ, হা/৩৫৩; মুনযিরী, আত-তারগীব ওয়াত-তারহীব, হা/৮৩২; মিশকাত, হা/৫৭৮
• শাইখ শু’আইব আরনাউত্ব বলেন, এর সানাদ হাসান। (শু’আইব আরনাউত্ব, তাহক্বীক্ব মুসনাদে আহমাদ, ২/১৬৯, হা/৬৫৭৬)
• হাফিয যুবাইর আলী যাঈ বলেন, এর সানাদ হাসান। (যুবাইর আলী যাঈ, তাহক্বীক্ব মিশকাত, হা/৫৭৮)
• শাইখ যিয়াউর রহমান আল-আযমী বলেন, এর সানাদ হাসান। (যিয়াউর রহমান আল-আযমী, আল-জামিউল কামিল, ২/৩৪৯)
• ইমাম ইবনুল ক্বাইয়্যিম উক্ত হাদীছের ব্যাখ্যায় বলেন, অর্থ-সম্পদের কারণে যে ব্যক্তি ছলাত থেকে গাফিল থাকে, তার হাশর হবে ক্বারূণের সাথে। রাষ্ট্রীয় বা রাজনৈতিক ব্যস্ততার অজুহাতে যে ব্যক্তি ছলাত থেকে গাফিল থাকে, তার হাশর হবে ফির’আউনের সাথে। মন্ত্রীত্ব বা চাকুরীগত কারণে যে ব্যক্তি ছলাত থেকে গাফিল থাকে, তার হাশর হবে হামানের সাথে। ব্যবসায়িক ব্যস্ততার অজুহাতে যে ব্যক্তি ছলাত থেকে গাফিল থাকে, তার হাশর হবে উবাই ইবনে খালাফের সাথে। (ইবনুল ক্বাইয়্যিম, আছ-ছলাতু ওয়া হুকমু তারিকিহা, পৃঃ ৫১)
— ছলাতের হিফাযাত না করলে ক্বিয়ামাতের দিন সে ব্যক্তি ক্বারূণ, ফির’আউন, হামান ও উবাই ইবনে খালাফের সাথে থাকবে
• শাইখ শু’আইব আরনাউত্ব বলেন, এর সানাদ হাসান। (শু’আইব আরনাউত্ব, তাহক্বীক্ব মুসনাদে আহমাদ, ২/১৬৯, হা/৬৫৭৬)
• হাফিয যুবাইর আলী যাঈ বলেন, এর সানাদ হাসান। (যুবাইর আলী যাঈ, তাহক্বীক্ব মিশকাত, হা/৫৭৮)
• শাইখ যিয়াউর রহমান আল-আযমী বলেন, এর সানাদ হাসান। (যিয়াউর রহমান আল-আযমী, আল-জামিউল কামিল, ২/৩৪৯)
• ইমাম ইবনুল ক্বাইয়্যিম উক্ত হাদীছের ব্যাখ্যায় বলেন, অর্থ-সম্পদের কারণে যে ব্যক্তি ছলাত থেকে গাফিল থাকে, তার হাশর হবে ক্বারূণের সাথে। রাষ্ট্রীয় বা রাজনৈতিক ব্যস্ততার অজুহাতে যে ব্যক্তি ছলাত থেকে গাফিল থাকে, তার হাশর হবে ফির’আউনের সাথে। মন্ত্রীত্ব বা চাকুরীগত কারণে যে ব্যক্তি ছলাত থেকে গাফিল থাকে, তার হাশর হবে হামানের সাথে। ব্যবসায়িক ব্যস্ততার অজুহাতে যে ব্যক্তি ছলাত থেকে গাফিল থাকে, তার হাশর হবে উবাই ইবনে খালাফের সাথে। (ইবনুল ক্বাইয়্যিম, আছ-ছলাতু ওয়া হুকমু তারিকিহা, পৃঃ ৫১)
— ছলাতের হিফাযাত না করলে ক্বিয়ামাতের দিন সে ব্যক্তি ক্বারূণ, ফির’আউন, হামান ও উবাই ইবনে খালাফের সাথে থাকবে