আমরা আমাদের জীবদ্দশায় সালাফকে পেয়েছিলাম। তারা সাওম কিংবা সালাতের মাঝে ইবাদত দেখতে পেতেন না, বরং মানুষের ব্যাপারে কথা বলা থেকে বিরত থাকার মাঝেই তারা ইবাদত পেতেন। একজন লোক যদি রাতে কিয়াম করে আর দিনে সিয়াম পালন করে কিন্তু বাক সংযত না করে, তাহলে কিয়ামতের দিন সে নিঃস্ব হয়ে যাবে!
- উমর ইবন আব্দুল আযীয (রাহিমাহুল্লাহ)
[ইবনু আব্দিল বারের ‘আত-তামহীদ’: ১৭/৪৪৩]
- উমর ইবন আব্দুল আযীয (রাহিমাহুল্লাহ)
[ইবনু আব্দিল বারের ‘আত-তামহীদ’: ১৭/৪৪৩]