কিয়ামতের দিন সংগত কারণে তোমাকেও উপস্থিত করা হবে

  • Thread Author
একবার এক দরবারি লিপিকারকে লক্ষ্য করে ইমাম সুফিয়ান আস সাওরী (রাহিমাহুল্লাহ) বলেন-

তুমি কিছুদিন অমুক গভর্নরের লিপিকার ছিলে। সে পদচ্যুত হলে আরেকজন ক্ষমতায় আসে। তুমি তারও লিপিকার ছিলে। সেও যখন পদচ্যুত হয় এবং আরেকজন ক্ষমতায় আসে, তুমি তারও লিপিকার নিযুক্ত হও। কিয়ামতের দিন তোমার মতো লোকের দশা হবে সবার চেয়ে খারাপ।

কিয়ামতের দিন প্রথমে তোমার মেয়াদের প্রথম গভর্নরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। সংগত কারণে তোমাকেও তখন উপস্থিত করা হবে। তার হয়ে তুমি যেসব কাজ করেছ, সেগুলোর হিসাব তোমাকে দিতে হবে। হিসাব শেষ হলে, সে চলে যাবে। তুমি কিন্তু ঠায় দাঁড়িয়ে থাকবে। কারণ তোমার হিসাব এখনো বাকি।

এরপর তোমার মেয়াদের দ্বিতীয় গভর্নরকে ডাকা হবে। সংগত কারণে তোমাকেও তখন উপস্থিত করা হবে। তার হয়ে তুমি যেসব কাজ করেছ, সেগুলোর হিসাব তোমাকে দিতে হবে। হিসাব শেষ হলে, সে চলে যাবে। তুমি কিন্তু ঠায় দাঁড়িয়ে থাকবে। কারণ তোমার হিসাব এখনো বাকি।

তুমি যাদের লিপিকার ছিলে, তাদের সবাইকে এভাবে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞসাবাদ শেষে তারা যথারীতি চলে যাবে। কিন্তু তুমি তখনো দাঁড়িয়ে থাকবে-তাদের হয়ে যা যা করেছ, সেসবের হিসাবের জন্য। তাই কিয়ামতের দিন তুমিই সবচেয়ে দুর্দশার শিকার হবে।

এসব কথা শুনে ওই দরবারি বলে, 'আবু আব্দিল্লাহ, আমি এখন কী করব? এই কাজ ছেড়ে দিলে, আমার পরিবার চলবে কী করে?'

উত্তরে সুফিয়ান আস-সাওরি সবাইকে লক্ষ্য করে বলেন, 'শোনো তোমরা, এই লোক বলতে চায়-সে আল্লাহর নাফরমানি করলে, আল্লাহ তার পরিবারকে রিজিক দেবেন; আর আল্লাহর পথে চললে, আল্লাহ তার পরিবারকে ধ্বংস করে ফেলবেন!'

– তারিখুল ইসলাম, খন্ড: ৪
 
Back
Top